বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te br পরস্পরের অভিযোগ, মান ইত্যাদি । বঙ্গ-সাহিত্য-পরিচয় । রঙ্গভরে অনঙ্গ অপাঙ্গে বিরাজিত। যশ-রবে ভুবনে মহেশ জিতাজিত ॥ (১) হর্ষ-বাম্পে বদ্ধ কণ্ঠ স্থকণ্ঠে কি করে। কবি কহে কহে কথা মান নাহি বরে (২) ॥ কবির বচন শুনিয়া ধনীর পূৰ্ব্বাপর পড়িল মনে। মৃদু মৃদু ভাষি অমিয়রাশি প্রকাশ চান্দ-বদনে ॥ নিজ-ঘরে আসি সুখেতে বসিছ তাতে আর কিবা কায। কথা না কহিয়া বিরোধ যে করে তাহার নাহি লাজ ॥ ভ্রমর-ভরম পুরুষের মন কোন ক্ষেপ কথা কয়। পদ্মিনী তেজিয়া কুমুদ ঘটিলে যার মনে নাহি রয় ॥ বিদেশে অশেষ বিশেষ রসেতে মজি ভাল রহে মন । স্বপনেহ কভু না লয় মনেতে এথায় কার কেমন ॥ আখির নিকটে রহো যত কাল মুখে বহে মধু-ধারা। আখি-আড় হইলে আর মুখ দেখি এ সকল বোল সারা ॥ নহিলে না হয় তে কারণে আসি নিশি-শেষ পরবাস । ভুলানের দায় অবোধ বালায় মুখে ত্যাগে (৩) কতো হাস ॥ যেখানে তেমন সেখানে ভাবন দোষ খণ্ডাইতে আমি। না কহিয় আর করিয়াছি সার যেমন বান্ধব তুমি ৷ অতিথির প্রায় রজনীর শেষ আসি উডুউডু অতি।। ইথে নিধি-লাভ হেন মনে মানি ধিক্ অবলার মতি ॥ যত যত মতে দিয়াছ বেদন মন দেও আগে কই। তবে যাহা বল সকলি করিব নহে কি এখানে রই ॥ চন্দ্রভান কয় শুনিব শুনিব আছে যত দুঃখ মনে। প্রতিজ্ঞা করিল তোমাতে (৪) সুন্দরী ক্ষমা কর আয়ুঃ মেনে ॥ সুনেত্রী বলিছে অবশু বাণী তোমারে কহি একমনে। পাছে না ভুলিও সময় টালিয়া আপনার এই পণে। তথাস্তু বলিয়া অঙ্গেতে ঠেলিয়া চন্দ্রভান রস করে। বিরহের দুঃখ উঠিছে মনেতে নারী তা সারিতে (৫) নারে । (১) তোমার যশে অজিত মহেশও জিত। (২) বরে = শোভা পায়। (৩) প্রকাশ করে। (৪) তোমাতে = তোমার নিকট। আয়ুঃ মেনে = ( আমার ) আয়ুর দিব্য । (৫) সম্বরণ করিতে।