পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לצ eל বঙ্গ-সাহিত্য-পরিচয় । নৃপ-আসন নব পাটল-পাত। (১) কাঞ্চন-কুসুম (২) ছত্র ধর মাথ ॥ মৌলি রসাল-মুকুল ভেল তায়। (৩) সমুখহি কোকিল পঞ্চম গায়। শিখিকুল নাচত অলিকুল যন্ত্র। আন দ্বিজকুল (৪) পঢ়, আশিস-মন্ত্র । চন্দ্ৰাতপ উড়ে কুসুম-পরাগ। মলয়-পবন সহ ভেল অনুরাগ ॥ কুন্দ বিহু তরু ধরল নিশান । পটল তুণ অশোক-দল বাণ ॥ (৫) কিংশুক লবঙ্গলতী এক সঙ্গ । হেরি শিশির ঋতু আগে দিল ভঙ্গ । (৬) সৈন্ত সাজল মধুমক্ষিক-কুল। শিশিরক সবহু করল নিরমূল ॥(৭) উধারল সরসিজ পাওল প্রাণ । নিজ নবদলে করু আসন প্রদান | (৮) নব বৃন্দাবন-রাজ্যে বিহার। বিদ্যাপতি কহ সময়ক সার (৯) ॥ (b) (*) পাটল-পুষ্পের পত্র নৃপের (বসন্তের) আসন হইল। কাঞ্চন-পুষ্প । নগেন্দ্র বাবু কাঞ্চন-পুষ্পকে চম্পক-ফুল মনে করিয়াছেন। তাহা ভুল। চাঁপা-ফুল ছত্রের মত দেখায় না। কাঞ্চন পুষ্পগুচ্ছ যায় । (9) (8) (d) (9) (a) (v) ছত্রের মত দেখায়। কাঞ্চন-ফুল পূর্ববঙ্গে বিস্তর পাওয় আম্র-মুকুল মৌলি (কিরীট) হইল। অন্ত অন্ত পক্ষী সকল । পাটলী-পুষ্প তৃণ এবং অশোক-পুষ্প বাণস্বরূপ হইল। ইহাদিগকে দেখিবামাত্র শীতঋতু রণে ভঙ্গ দিল। শীতের সকল ভাব নিৰ্ম্মল করিল। সরসিজকে উদ্ধার করিয়া এবং প্রাণদান করিয়া বসন্ত নিজের নূতন দলে আসন প্রদান করিল। - (s) বসন্ত শ্রেষ্ঠ সময়।