প্রাচীন সঙ্গীত—কবির গান—আন টুনি—২০শ শতাব্দীর পূর্বাদ্ধ। ১৫৬৫
ডাকি দুর্গা কোথায় মা দুর্গ কোথায় মা ।
তবু সন্তানের মুখ চাইলে না মা,
আমায় দয়া করলে না মা, পাষণে প্রাণ বাধলি উমা, মায়ের ধৰ্ম্ম এই কি মা ॥
অতি কুমতি কুপুত্ৰ ব’লে, আপনিও কুমাত হ’লে,
—আমার কপালে, তোমার জন্ম যেমনি পাষাণ-কুলে, ধৰ্ম্ম তেমনি রেখেছ। দয়াময়ি । আজ আমায় দয়া করবে কি মা, কোন কালে বা কারে তুমি দয়া করেছ। জানি, তোমার চরণ সাধন করি, ব্ৰহ্মা হলেন ব্রহ্মচারী—দণ্ডধারী, দেখ সকল ফেলে ক্ষীরোদ-জলে
ভাসলেন শ্ৰীহরি ; আবার শূন্ত করে সোণার কাশী, ও গো শু্যাম সৰ্ব্বনাশী, শিবকে করে শ্মশানবাসী সন্ন্যাসী তায় সাজিয়েছ। নাম কেবল করুণাময়ী করুণা-শূন্ত হয়েছ। মা তুমি দক্ষ-রাজ-কুমারী, দক্ষ-যজ্ঞে গমন করি,
যজ্ঞেশ্বরী যজ্ঞ হেরি নয়নে, শিব-বিহনে শিব-অপমানে, মা সেই অভিমানে,
এমন সাধের যজ্ঞ ভেঙ্গে দিলি, দক্ষ-রাজায় নিদয় হলি, আপনি মলি, তারেও মেলি, পিতার দুঃখ ভাবলি নে । তখন যার অপমান শুনে কাণে, - প্রাণ তেজেছ বিষাদ মনে— দক্ষ-ভবনে, আবার আপনি উমা কঠিন প্রাণে,
তার বুকেতে পা দিয়েছ। তুমি তার, তার, তার,–না তার, না তার,
আপনার গুণে তরবো। তুর্গানাম-তরী, মস্তকেতে করি, যতন করিয়ে রাখবো ; আমার অস্তে শমন এলে, অজপ ফুরালে,
দুর্গা দুর্গ বলে ডাক্বো ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬২১
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
