পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8\ লক্ষ মুদ্র উৎকোচ। কুম্ভীর-পৃষ্ঠে মদী-উত্তরণ। কুম্ভীরকে দীক্ষা-দান। বঙ্গ-সাহিত্য-পরিচয় । পাএ পড়ি সেখ হবুব করে নিবেদন। কিরূপে করিব আমি বন্ধন মোচন ॥ ইহার যুকতি আমি লইব কার পাশে। তোমারে ছাড়িয়া দিলে মোর সৰ্ব্বনাশে | তবে সনাতন বলে ভয় নাহি তোর। ইহার উপদেশ আমি কহিব সকল। এক লক্ষ মুদ্রা আছে দিব আমি তোরে। যদি পাতসা আম চাহে হামার দিব৷ তারে ॥ এ কথা শুনিঞ হবুব পড়িলেক পায়। যে হউক সে হউক বল আমার উপায় ॥ ইহা বলি লক্ষ মুদ্র দিল তার হাতে। ফকীর হঞা সনাতন চলিলা রাজ-পথে ॥ জয় জয় গৌরাঙ্গ বলি শীঘ্ৰগতি যায়। ব্যাঘ্র ভালুক তারা দুরেতে পালায়। দুই প্রহর রাত্রিতে তবে গেল নদী-তীরে । গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ডাকে উচ্চৈঃস্বরে। সমুদ্র-তরঙ্গ দেখি কান্দে উচ্চ রায়। কেমনে হইব পার না দেখি উপায় ॥ এই দুঃখ মনে ভাবি রহে কতক্ষণ । হেন কালে কুম্ভীর এক দিল দরশন। কুম্ভীর দেখিয়া তারে ডাকে সনাতন। উৰ্দ্ধবাহু করি তারে ডাকে সনাতন ॥ আমাকে করহ তুমি এই নদী পার। তোমাকে করিব স্মরণ জীব যত কাল ॥ সনাতন-হুঙ্কার শুনি কুম্ভীর মহাবীর। কুলে আসি উঠি করে সপ্ত প্রদক্ষিণ । সনাতন বলে হরিনাম দিব তোরে। আমার সেবক বলি ঘুষিব সংসারে ॥ হরিনাম মহামন্ত্র কর্ণে দিলা তার। তার কান্ধে চড়িত নদী হৈলা পার ॥ তিন দিবসের পথ যাএ এক দিনে । উঠি মত্ত হঞা ধায় বাস্থ নাহি মনে ॥