VVSు বঙ্গ-সাহিত্য-পরিচয় । এই মধু-মাছি নাম ধরে মধুকর। কেহ কেহ বলে মধু করে যে ভ্রমর ॥ এথে যে বিচার কৈল শুনহ মরম। মধুভোগী ভ্রমরার স্বভাব ধরম ॥ এথে যদি কেহ কহে পাত্র নিষ্ঠ মানি । সেই এক মত হয় শুনহ বাখানি ॥ রসের কা কথা এথে স্থপতির ধৰ্ম্ম । স্থপতির পতি বিনে আন নাহি মৰ্ম্ম ॥ উভয় সমান হৈলে তবে ইহা মিলে। সাধারণী হইলে এথে যায় রসাতলে ॥ ইহাতে জানহ রস যেই প্রাপ্তি হয়। আমি যে কহিল ইহা রস যে বুঝয়। শর্করার ভাণ্ডে যৈছে শর্করার স্থিতি। এমতি জানিবে বস্তু পাত্র ভেদ তথি ॥ বস্তু দিগোচর হইলে জানি হয় রস । ভাবিলে রসের রূপ নহে আত্মা বশ ॥ প্রাপ্তিমান নাহি যার অপ্রাপ্তি হবে কিসে। অপ্রাপ্তি অপ্রাপ্তি ভাবি সৰ্ব্বলোকে ঘোষে ॥ দিগোচর নাহি কে জানে তার মৰ্ম্ম । ধ্যান করি কৃষ্ণ পায় এই এক ধৰ্ম্ম ॥ সাক্ষাতে আছএ বস্তু ধ্যান সিদ্ধ করে। ধ্যান-মন্ত্রে প্রেম নহে প্রাপ্তি হবে কারে । দেখিয়া না ভজে কেন ব্ৰজবাসী জনে । না দেখিলে প্রেম কোথা হয় বা কেমনে ॥ শুন ভক্তগণ মুঞি সভাকার দাস। এই যে কহিল প্রেম-বিষয়-বিলাস ॥ কহিবার যোগ্য নহি যে কহিল বাণী । সদৃশী বিশ্বাস কৃপা তোমা সভার মাণি ॥ দোষ না লভিবে মোর বিজ্ঞ নহি এথে । তবে যে করিল সাধ এ সব বণিতে ॥ পূৰ্ব্বে কহিল এথে মোর নাহি দায়। যে কিছু কহিল এবে চৈতন্ত-কৃপায় ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৪
অবয়ব