পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ԳՖo বঙ্গ-সাহিত্য-পরিচয় । দুই জনেতে ৯৩ বৎসর। ঐ বিক্রমাদিত্যের সাম্রাজ্য অবধি ১৩৫ বৎসর গত হইলে নৰ্ম্মদা নদীর দক্ষিণ তীরস্থ প্রতিষ্ঠান নগরের রাজা শালিবাহনের সন্তানেরা তাহার শকাব্দের প্রবৃত্তি করিল। এবং বিক্রমাদিত্যের ৫৪২ সম্বতে মালব দেশে ভোজদের রাজা হইয়াছিলেন। তাহার পর ভ্রষ্টযোগী সমুদ্র পাল অবধি বিক্রম পাল পর্য্যন্ত ১৬ জন যোগিতে ৬৪১ বৎসর ৩ মাস তাহার পর তিলকচন্দ্র অবধি নিঃসন্তান গোবিন্দ্রচন্দ্রের স্ত্রী প্রেম দেবী পৰ্য্যন্ত ১০ জনেতে ১৪০ বৎসর ৪ মাস তাহার পর হরিপ্রেম বৈরাগী অবধি মহাপ্রেম পর্য্যন্ত ৪ জন বৈরাগীতে ৪৫ বৎসর ৭ মাস তাহার পর বল্লাল সেনের পিতা ধীসেন অবধি দামোদর সেন পর্য্যন্ত বঙ্গ দেশীয় বৈদ্য জাতি ১৩ জনেতে ১৩৭ বৎসর ১ মাস তাহার পর শওয়ালকে পৰ্ব্বতের রাজা দ্বীপ সিংহ অবধি জীবন সিংহ পৰ্য্যন্ত চৌহান রাজপুত জাতি ৬ জনেতে ১৫১ বৎসর তাহার পর দিল্লীর অধিকারস্থ প্রাঠ দেশের রাজা পৃথুরায় এক জনেতে ১৪ বৎসর ৭ মাস। এই রূপে বিক্রমাদিত্যের সম্বতের আরম্ভ অবধি ১২২৩ বৎসর গত হইল। এবং কলির প্রথম অবধি ৪২৬৭ বৎসর অতীত হইল। এই পৰ্য্যন্ত হিন্দু রাজার সাম্রাজ্য ছিল। তাহার পর মুসলমানদের সাম্রাজ্য হইল। যবনদের সাম্রাজ্য হওয়া অবধি ১২৭৬ শকাব্দ পর্যন্ত ৫১ জনেতে ৬৫১ বৎসর ৩ মাস ২৮ দিন গত হইয়াছে তাহার বিবরণ। সুলতান শহাবুদ্দীন অবধি মইজদীন কয়কুবাদ পর্যন্ত গোড়ীয় ১২ জনেতে ১১৮ বৎসর ২ দুই মাস ২৭ সাতাইশ দিন তাহার পর জলালুদ্দীন অবধি কোতবুদ্দীন পৰ্যন্ত খালিজ খাঁর সন্তান ৪ জনেতে ৩৪ বৎসর ১১ মাস ২০ দিন। তাহার পর খেজর খ অবধি মহম্মদ শাহ পৰ্য্যন্ত ৯ জন তুরুক্ষেতে ৯৭ বৎসর ৩ মাস ১৯ দিন। তাহার পর খেজর খ অবধি আলাউদ্দীন পৰ্য্যন্ত ৪ জন ওমারার সন্তানেতে ৬৯ বৎসর ৭ মাস ১৬ দিন তাহার পর বহনোল অবধি এব্রাহিম পৰ্য্যন্ত ৩ জন পাঠানাতে ৭২ বৎসর ১ মাস ৭ দিন। এই রূপে দিল্লীতে যবনাধিকার হওয়া অবধি ৩৬২ বৎসর ২ মাস ২৯ দিন গত হইল। তাহার পর আমীর তৈমুরের সন্তানেরদের বাদশাহি হয় তাহার বিবরণ। বাবরশাহের পিতাপুত্ৰেতে ১৫ বৎসর ৫ মাস। তাহার পর সেরসহ অবধি মহম্মদ পর্য্যন্ত ৪ জন পাঠানেতে ১৬ বৎসর ৩ মাস। এই চারি জন তৈমুরের সন্তান নয়। তাহার পর ঐ বাবরের পুত্র হুমায়ূন অবধি আলিগওহর শাহ আলমের জলুলী ৪৫ সন পৰ্য্যন্ত তৈমুরের সন্তান ১৪ জনেতে ২৫৭ বৎসর ৪ মাস ২৯ দিন। এইরূপে সৰ্ব্বশুদ্ধ বাবর অবধি শাহ আলম পৰ্য্যন্ত ২৮৯ বৎসর ২৯ দিন গত হইল। এই মতে ১৮৬১ সম্বৎ পৰ্য্যন্ত দিল্লীর সিংহাসনে যবনাধিকার ৬৫১ বৎসর ৩ মাস ২৮ দিন