পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—প্রমথ শৰ্ম্মার নব-বাবু-বিলাস – ১৮২৩ খৃঃ । ১৭৩৫ আশি ॥ ইত্যাদি ফর্কিক অথাৎ ফাকি ও সাতে ভবতু স্থপ্রতা ইত্যাদি শ্লোক শিক্ষা করান কিন্তু বাবু সকল আপন স্বেচ্ছাপূৰ্ব্বক শিক্ষা করেন ইহাতে শিক্ষাকার যদ্যপি বাবুদিগের শরীরে স্বলপ বেত্ৰাঘাতাদি করেন কিম্বা ভয়জনক বাক্য কহেন তবে কত্তামহাশয় রুষ্ট হইয়া কহেন শুন সরকার তুমি বাবুদিগের শরীরে কদাচ বেত্ৰাঘাতাদি করিবান আর ভয়জনক উচ্চ ভাষাও কহিবান যেরূপ ক্ষুদ্রলোকের সন্তানদিগকে মারিয়া থাক সদা অনুনয় বিনয় বাক্যেতে তুষ্ট রাখিয়া লেখা পড়া শিখাইবা তুমি রাঢ়দেশী ব্রাহ্মণ কিছুই নীতজ্ঞান নাই ভাগ্যবান লোকের সন্তানদিগকে বাবু বলিতে হয় সৰ্ব্বদা স্নেহবাক্যে তুষিতে হয় তবে তাহারা স্বমেজাজে লেখাপড় অভ্যাস করে নতুবা মারপীট করিলে মেজাজ খারাপ হয় শিক্ষককে কত্ত এইরূপ আজ্ঞা দিলেন শিক্ষাকার কহিলেন যে আজ্ঞা মহাশয় এক্ষণে তাঁহাই করিব বাবুগণে এই কথা শ্রবণে মহা আনন্দমান প্রায় ঘুড়ি বল ২ মানিয়া খেলাইতে রতি যদি কদাচিৎ স্বেচ্ছাপূর্বক পাঠশালয় আসিয়া বৈসেম ইহাতে যেরূপ বাঙ্গালী বিদ্যোপার্জন হইয়াছে তাহ লেখাতে কেবল লিপি বাহুল্য মাত্র হয় ৷ অথ কত্তার নিকটে বাবুদিগের বিদ্যার পরিচয়। বিদ্যাভ্যাসানন্তরে শিক্ষাকার বাবুদিগের নিজসমীভ্যারে লইয়া কত্তা মহাশয়ের নিকটে উপস্থিত হইলেন আর কহিলেন মহাশয় আপন স্বেচ্ছাপূৰ্ব্বক নাম অঙ্কাদি জিজ্ঞাসা বাবুদিগের বিদ্যার পরিচয় লউন কত্ত কহিলেন আপন আপন নাম লেখ প্রথম বড় বাবু আপন নাম লিখিতেছেন উচ্চৈঃস্বরে শ্ৰী লেখ জ লেখ গ লেখ ত লেখ দ লেখ ল লেখ র লেখ ইহাই লিখিয়া পাঠ করিলেন শ্ৰীজগন্ধুরভ তৎপরে মধ্যম বাৰু ঐ প্রকার শ্রীরাদাবলদ অথাৎ শ্রীরাধাবল্লভ নাম হইল পরে ছোট বাবুকে কহিলেন তুমি আমার সহিত অন্তঃপুরে চল সেই স্থানে যাইয়া গৃহিণীকে কহিলেন বাবুদিগের কি প্রকার বিদ্যা হইয়াছে তাহ শুন তিনি কহিলেন আমি গবাক্ষ দ্বার অথাৎ জানাল দিয়া সকল দেখিয়া ও শুনিয়াছি ছোট পুত্রকে কহিলেন লেখ দেখি আমি যে নাম কহিলাম ছোট বাবু কহিলেন গুরুমহাশয় আমাকে এ নাম লেখান নাই গৃহিণী কহিলেন তুমি কেন শিক্ষাইয়া দেওনা সেই বাক্যানুরোধে শিক্ষাইতেছেন ঐ লেখ ক লেখ এক দাড়ি ফেল খ লেখ গতে সাব ঙোড় ওকার দেও আর মতে হ্রস্ব উকার একটু নীচে টানিয়া দেয় ইহা লেখাইয়া পাঠ করাইলেন শ্রীরত্নেশ্বরী কত্তা মহাশয় লিখিত নাম দর্শনে হৃষ্টচিত্ত হইয়া অঙ্ক জিজ্ঞাসা করিলেন একুইশ কড়ার কড়া নামে হাতে হইলো কত