পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

জাগুক মন, কাঁপুক বন, উড়ুক ঝরা পাতা-
উঠুক জয়, তোমারি জয়, তোমারি জয়গাথা।
ঋতুর দল নাচিয়া চলে
ভরিয়া ডালি ফুলে ও ফলে,
নৃত্যলোল চরণতলে
মুক্তি পায় ধরা-
ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জরা।

১১২