পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মনের মানুষ

[১]কত-না দিনের দেখা
কত-না রূপের মাঝে-
সে কার বিহনে একা
মন লাগে নাই কাজে।

কার নয়নের চাওয়া
পালে দিয়েছিল হাওয়া,
কার অধরের হাসি
আমার বীণায় বাজে।

কত ফাগুনের দিনে
চলেছিনু পথ চিনে,
কত শ্রাবণের রাতে
লাগে স্বপনের ছোঁওয়া।

চাওয়া-পাওয়া নিয়ে খেলা,
কেটেছিল কত বেলা-
কখনো বা পাই পাশে
কখনো বা যায় খোওয়া।

শরতে এসেছে ভোরে
ফুলসাজি হাতে করে,

১৩২

  1. এই ছন্দ চৌপদীজাতীয় নহে। ইহার যতিবিভাগ নিম্নলিখিত রূপে:
    কত-না দিনের। দেখা। কত-না রূপের। মাঝে।
    সে কার বিহনে। একা। মন লাগে নাই। কাজে।