পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গান

ঝড় নেবে আয়, আয় রে আমার
শুকনো পাতার ডালে
এই বরষায় নবশ্যামের
আগমনের কালে।
যা উদাসীন, যা প্রাণহীন,
যা আনন্দহারা
চরম রাতের অশ্রুধারায়
আজ হয়ে যাক সারা—
যাবার যাহা যাক সে চলে
রুদ্রনাচের তালে।
আসন আমায় পাততে হবে
রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে
সিক্ত বুকের ’পরে।
নদীর জলে বান ডেকেছে,
কুল গেল তার ভেসে,
যূথী বনের গন্ধবাণী,
ছুটল নিরুদ্দেশে—
পরান আমার জাগল বুঝি
মরণ-অন্তরালে।