পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

ঘাসের কাঁপা লাগে,
পাতার দোলা,
শরতে কাশবনে
তুফান-তোলা,
প্রভাতে মধুপের
গুন্‌গুনানি,
নিশীথে ঝিঁঝিরবে
জাল-বুনানি।


দেখেছি ভোরবেলা
ফিরিছ একা,
পথের ধারে পাও
কিসের দেখা।
সহজে সুখী তুমি
জানে তা কেবা-
ফুলের গাছে তব
স্নেহের সেবা।
এ কথা কারো মনে
রবে কি কালি,
মাটির ’পরে গেলে
হৃদয় ঢালি।


দিনের পরে দিন
যে দান আনে
তোমার মন তারে
দেখিতে জানে।

৫০