এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বনবাণী
‘মেঘের মাঝে মৃদঙ তােমার
বাজিয়ে দিলে কি ও
ঐ তালেতেই মাতিয়ে আমায়
নাচিয়ে দিয়াে দিয়াে।’
ভরুক গগন, ভরুক কানন,
ভরুক নিখিল ধরা,
দেখুক ভুবন মিলনস্বপন
মধুর-বেদন-ভরা।
পরান-ভরানাে ঘন ছায়াজাল
বাহির-আকাশ করুক আড়াল-
নয়ন ভুলুক, বিজুলি ঝলুক
পরম দর্শনে।
৮২