পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শ্রাবণবিদায়

গান

শ্রাবণ, তুমি বাতাসে কার
আভাস পেলে।
পথে তারি সকল বারি
দিলে ঢেলে।
কেয়া কাঁদে, যায় যায় যায়।
কদম ঝরে, হায় হায় হায়।
পুব হাওয়া কয়, ওর তাে সময় নাই বাকি আর।
শরৎ বলে, যাক-না সময়, ভয় কিবা তার—
কাটবে বেলা আকাশ-মাঝে
বিনা কাজে
অসময়ের খেলা খেলে।


কালাে মেঘের আর কি আছে দিন,
ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, কালাের এবার যাওয়াই ভালাে।
শরৎ বলে, গেঁথে দেব কালােয় আলাে-
সাজবে বাদল আকাশ-মাঝে
সােনার সাজে
কালিমা ওর মুছে ফেলে।

৯০