পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ কল্প ծՀձ ফিলপের হোটেল হইতে ধরিয়া লইয়া যাইতেছিলেন, তখন স্মিথ র্তাহার মোটরের অনুসরণ করিয়া তাহাকে প্রিন্সের মোটর চালাইতে দেখিয়াছিল। স্মিথ আহত ও অজ্ঞান অবস্থায় প্রিন্স রাডিশ্নভ কর্তৃক তাহার গৃহে নীত হইলে, সে স্মিথের পরিচয় জানিবার জন্ত বিবি ফিলপের হোটেলে আসিয়া, তাহার ব্যাগ খুলিয়া ব্যাগের কাগজ-পত্র ঘাটিতেছিল ; সে সেই সকল কাগজ-পত্র পরীক্ষা করিয়া মিঃ ব্লেকের সহিত তাহার সম্বন্ধ জানিতে পারিয়াছিল, এবং মিঃ ব্লেককে আহত করিয়া, মোটর-সাইক্লে চাপিয়া প্রিন্স রাডিশ্লভের বাড়ীতে প্রত্যাগমন করিয়াছিল । প্রিন্স রাডিশ্লভ তাহার নিকট সকল কথা শুনিয়া, স্মিথ যে মিঃ ব্লেকের সহকারী—ইহা জানিতে পারিয়াছিলেন। এতক্ষণ পরে মিঃ রেক জানিতে পারিলেন–প্রিন্স রাডিশ্লভ স্মিথের পরিচয় কোন্‌ স্বত্রে অবগত হইয়াছিলেন । এই সকল কথা শুনিবার পূৰ্ব্বে মিঃ ব্লেকের ধারণা হইয়াছিল— প্রিন্স রাডিশ্লভ নাতলীকে ভয় দেখাইয়া তাহারই নিকট স্মিথের পরিচয় জানিয়া লইয়াছিলেন ; কিন্তু স্মিথের মনে এ সন্দেহ মুহূর্তের জন্ত স্থান পায় নাই । মিঃ ব্লেক স্মিথকে সঙ্গে লইয়া বিবি ফিল্পের হোটেলে প্রত্যাগমন করিলে, হোটেলের সকল লোক অত্যন্ত বিস্মিত হইয় তাহাদিগকে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। র্তাহাদের চতুৰ্দ্দিকে ভীড় জমিয়া গেল। বিবি ফিল্পে অত্যন্ত কৌতুহলী হইয়া, মহা-আগ্রহে মিঃ রেককে এক পাশে লইয়া গিয়া দুই চারিটি প্রশ্ন করিল ; মিঃ ব্লেক তাহাকে একটা তাড়া দিয়া, স্মিথকে লইয়া দোতলায় উঠিলেন, এবং তাহার ঘরে গিয়া দরজা বন্ধ করিলেন। বিবি ফিলপে মুখ ভার করিয়া বসিয়া রহিল। কয়েক মিনিট বিশ্রামের পর মিঃ ব্লেক স্মিথকে সঙ্গে লইয়া স্থানীয় ডাকঘরে উপস্থিত হইলেন, এবং টেলিগ্রাফ আফিসে প্রবেশ করিয়া লগুনে ক্লারিজের হোটেলের ঠিকানায় কাউণ্ট বটোভস্কির নামে একখানি দীর্ঘ টেলিগ্রাম প্রেরণ করিলেন। অনন্তর তাহারা উভয়ে হোটেলে প্রত্যাগমন করিলেন। কাউণ্ট বটোভস্কির নিকট হইতে উত্তর পাইবার পূৰ্ব্বে কোন কার্য্যে প্রবৃত্ত হইবার