পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প আপনার সঙ্গে নরকের দ্বারে যাইতে ও রাজী আছি—যদি সেখানে নামিবার উপযুক্ত মাঠ পাওয়া যায়। আমি সম্পূর্ণ প্রস্তুত আছি কৰ্ত্ত । কবে যাইতে হুইবে ?—কখন ?” মিঃ ব্লেক কেলির উৎসাহ দেখিয়া হাসিয়া বলিলেন, “আমাকে প্রথমে লগুনে যাইতে হইবে ; বাড়ী হইতে জিনিস সঙ্গে লওয়ার প্রয়োজন । তোমার মাহা দরকার, ইতিমধ্যে তাঙ্গ গুছাইয়া লইয়া প্রস্তুত হইয়া থাক। প্রথমে এখানে কিছু খাইয়া-লইয়া লণ্ডনে যাইব । সেখানে আমার অধিক বিলম্ব হইবে না ; তুমি দেখিবে দেড় ঘণ্টার মধ্যেই আমি এখানে ফিরিয়া আসিয়াছি।” তঃপর মিঃ রেক যৎকিঞ্চিৎ আঙ্গর করিয়া, তাহার এরোপ্লেন কেলির জিৰায় রাখিয়া মোটর-গাড়ীতে আরোহণ করিলেন । তিনি সেই মোটরে হাস্পষ্টেড অভিমুখে যাত্রা করিলেন। হ্যাম্পষ্টেড হইতে বেকার ষ্ট্রীটে উপস্থিত হইতে র্তাহার অধিক সময় লাগিল না । লগুনের কাজ শেষ করিয়া, একখানি ট্যাক্সি লইয়া তিনি দেড় ঘণ্টার মধ্যেই হেন্ডনের ‘এরোড্রোমে প্রত্যাগমন করিলেন –তিনি ট্যাক্সি হইতে র্তাহার ব্যাগটি তুলিয়া লইয়া ট্যাক্সিওয়ালার ভাড়া মিটাইয়া দিলেন ; তাঙ্গর পর গ্রে-প্যাস্থারের নিকট গিয়া দেখিলেন—কেলি যাত্রায় সকল আয়োজন শেষ করিয়া রাথিয়াছে । কেলি মিঃ ব্লেকের ব্যাগটা উপবেশন-মঞ্চের ( cock-pit ) মধ্যে রাখিয়৷ র্তাহাকে বলিল, “আমি প্রস্তুত, আখনার আদেশ পাইলেই যাত্রা আরম্ভ করিতে পারি।” মিঃ ব্লেক গ্রে-প্যাম্বারে উঠিয়া বসিলেন। কেলি নির্দিষ্ট স্থানে আরোহণ করিয়া মিঃ রেককে ইঞ্জিন চালাইবার জন্ত ইঙ্গিত করিলে মিঃ রেক কল চালাইয়া দিলেন ; মুহূৰ্ত্ত মধ্যে গ্রে-প্যান্থার পাখা মেলিয়া ঘুরিয়া-ঘুরিয়া উৰ্দ্ধে উঠিতে লাগিল। কয়েক মিনিট পরে গ্রে-পাস্থার ধরাতল হইতে তিন হাজার ফিট উদ্ধে উঠিল । সে ঘুরিয়া-লুরিয়া উৰ্দ্ধে উঠিতেছিল; মিঃ রেক অতঃপর পশ্চিম দিকে তাঙ্গর মুখ ফিরাইয়া সেই দিকে চলিতে লাগিলেন। ইতিমধ্যে কেলি মানচিত্রগুলি পরীক্ষা করিয়া, পশ্চিম ইংলণ্ডের মানচিত্ৰ বাহির