পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰলাকা যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে, ইংলণ্ডের দিকপ্রান্ত পেয়েছিল সেদিন তোমারে আপন বক্ষের কাছে, ভেবেছিল বুঝি তারি তুমি কেবল আপন ধন ; উজ্জ্বল ললাট তব চুমি” রেখেছিল কিছুকাল অরণ্যশাখার বাহুজালে, ঢেকেছিল কিছুকাল কুয়াশা-অঞ্চল-অন্তরালে বনপুষ্প-বিকশিত তৃণঘন শিশির-উজ্জ্বল পরীদের খেলার প্রাঙ্গণে দ্বীপের নিকুঞ্জতল তখনো ওঠেনি জেগে কবিসূৰ্য্য-বন্দনা-সঙ্গীতে। তা’র পরে ধীরে ধীরে অনন্তের নিঃশবদ ইঙ্গিতে দিগন্তের কোল ছাড়ি’ শতাব্দীর প্রহরে প্রহরে উঠিয়াছে দীপ্তজ্যোতি মধ্যাহ্নের গগনের পরে ; নিয়েচ আসন তব সকল দিকের কেন্দ্রদেশে বিশ্বচিত্ত উস্তাসিয়া ; তাই হের যুগান্তর-শেষে ভারতসমুদ্রতীরে কম্পমান শাখাপুঞ্জে আজি নারিকেলকুঞ্জবনে জয়ধ্বনি উঠিতেছে বাজি । ১৩ই অগ্রহায়ণ, ১৩২২ শিলাইদহ Xe X