পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি । স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে ; বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তুফেন উঠে জেগে ; আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে ধাবমান অন্ধকার হ’তে ; ঘূর্ণচক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূৰ্য্যচন্দ্রতার যত বুদ্ধদের মত। ১ ষ্ট্রে-ভৈরবী, ওগেLবৈরাগিণী, চলেচ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিণী, অন্তহীন-দুর তোমারে কি নিরস্তর দেয় সাড়া ? সর্বনাশ প্রেম তা’র নিত্য তাই তুমি ঘরছাড়া ! উন্মত্ত সে অভিসারে তব বাক্ষাতfrর