পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰলাকা તેના কে তোমারে দিল প্রাণ রে পাষাণ ? কে তোমারে জোগাইছে এ অমৃতরস বরষ বরষ ? তাই দেবলোকপানে নিত্য তুমি রাখিয়াছ ধরি' ধরণীর আনন্দ-মঞ্জরী ; তাই ত তোমারে ঘিরি’ বহে বারোমাস অবসন্ন বসন্তের বিদায়ের বিষঃ নিশ্বাস ; মিলনসুজনীপ্রান্তে ক্লান্ত চোখে স্নান দীপালোকে ফুরায়ে গিয়েচে ষত অশ্রু-গলা গান তোমার অন্তরে তা’র আজিও জাগিছে অফুরান, হে পাষাণ, অমর পাষাণ ! বিদীর্ণ হৃদয় হ’তে বাহিরে অনিল বহি” 6न ब्रांछ-दिब्रशै বিরহের রত্নখানি ; দিল আনি’ বিশ্বলোক-হাতে সবার সাক্ষাতে ।