পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৭৫ (৪) এই ধারার খেলাপ সম্পাদিত কোন চুক্তির দায়িত্ব পরিষদের উপর বর্তাইবে না। ২৯। পরিষদ প্রবিধান দ্বারা- নির্মাণ কাজ (ক) পরিষদ কর্তৃক সম্পাদিতব্য সকল নির্মাণ কাজের পরিকল্পনা এবং 。 আনুমানিক ব্যয়ের হিসাব প্রণয়ন করার বিধান করিবে: ് (খ) উক্ত পরিকল্পনা ও ব্যয় কোন কর্তৃপক্ষ কর্তৃক এবং কি শর্তে SS প্রযুক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে অনুমোদিত হইবে উহার বিধান করিবে: () ప్రాణా 8 శాజా శాఖాళా శాక উক্ত নির্মাণ কাজ কাহার দ্বারা সম্পাদন করা হইবে উহার বিধান--- করিবে । o ৩০। পরিষদ- § নথিপত্র, প্রতিবেদন o ইত্যাদি (ক) উহার কার্যাবলীর নথিপত্র প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিবে: N osò (খ) প্রবিধানে উল্লিখিত বিষয়ের উপর সাময়িক প্রতিবেদন ও বিবরণী প্রণয়ন ও প্রকাশ করিবে: o (গ) উহার কার্যাবলী সম্পর্কে তথ্য প্রকাশের জন্য প্রয়োজনীয় বা সরকার কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করিতে পারবে। NJ সকলে উপসৰি সল একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিষদের সচিব ו צסI* পরিষদের সচিব হিসাবে থাকিবেন এবং এই পদে নিয়োগের ক্ষেত্রে উপজাতীয় কর্মকর্তাদিগকে অধিকার দেওয়া হইবে। ৩২। (১) পরিষদের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত পরিষদ, পরিষদের কর্মকর্তা ও সরকারের অনুমোদনক্রমে বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারী পদ সৃষ্টি করিতে কদালি" পারিবে । *N o (২) পরিষদ প্রবিধান অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদিগকে বদলী ও সাময়িক বরখাস্ত, বরখাস্ত, অপসারণ ***** ಕಣ'ಗೌಡ So ost ধারা ৩১ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১৪ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “অনুমোদনক্রমে” শব্দটি “পূর্বানুমোদনক্রমে” শব্দটির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ

(সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১৫ ধারাবলে প্রতিস্থাপিত।