পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ Vరిచ) ৩৫। (১) খাগড়াছড়ি পার্বত্য জেলা শ* * *] পরিষদ তহবিল নামে কুন্তল পরিষদের একটি তহবিল থাকিবে। (২) পরিষদের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা (ক) জেলা পরিষদের তহবিলের উদঘৃত্ত অর্থ; o (খ) পরিষদ কর্তৃক ধার্যকৃত কর,রেইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী N বাবদ প্রাপ্ত অর্থ; è (গ) পরিষদের উপর ন্যাস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে o প্রাপ্ত আয় বা মুনাফা: o & گیر (ঘ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান; ve (ঙ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; ് (চ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে মুনাফা: o (ছ) পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; So (জ) সরকারের নির্দেশ পরিষদের উপর ন্যস্ত অনন্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ। o ৩৬। (১) পরিষদের তহবিলে জমাকৃত অর্থ কোন সরকারী ট্রেজারতে বা পরিষদের তহবিল DBB BBBBDDD DDBB S BBBBS LS o, (২) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিষদ উহার তহবিলের কিছু অংশ বিনিয়ােগ করতে পরিবে। ২০ (b) পরিষদ ইচ্ছা করিলে কোন বিশেষ উদ্দেশ্য আলাদা তহবিল গঠন করিতে পারবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিবে । SS ७१ (s) পরিষদের তহবিলের অর্থ নিম্নলিখিত খাতে অগ্রাধিকারের তেলি Q. يناير ۶۹یر لاميم sN প্রথমত : পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান; ost “স্থানীয় সরকার” শব্দগুলি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ১৭ ধারাবলে বিলুপ্ত। “অথবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন প্রকারে” শব্দগুলি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ১৮ ধারাবলে বিলুপ্ত।