পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংজ্ঞা স্কুল অব ষ্টাডিজ S)8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারাধীন মহাবিদ্যালয়, ইন্‌ষ্টিটিউট বা অন্যান্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের উপর উহার কর্তৃত্ব ও এখতিয়ার ও অন্যান্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ও এখতিয়ার অব্যাহত থাকিবে। o & তফসিল &o বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ് ১। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে, -Q (ক) “আইন” অর্থ ১৯৮৭ সালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন (১৯৮৭ সালের ১৫ নংཨ་ཙོ) এবং (*) “কর্তৃপক্ষ", “কর্মকর্তা”, “অধ্যাপক", “সহযোগী অধ্যাপক”, “সহকারী অধ্যাপক”, “প্রভাষক”, এবং “রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, অফিসার, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকর শুধপুকু প্রভাষক এবং রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েট। o ২। (১) কোন স্কুল অব ষ্টাডিজ উহার ভীন এবং উহার অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের সকল শিক্ষকের সমন্বয়ে গঠিত হইবে। (S) প্রত্যেক স্কুলের নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণকে লইয়া গঠিত হইবে যথা: (ক) উন, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন। (খ) স্কুলের অনধিক পনরজন অধ্যাপক, যাহারা, সম্ভব হইলে, ভাইসO চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে নিযুক্ত হইবেন; - so (গ) স্কুলের ডিসিপ্লিনের প্রধানগণ; N (ঘ) স্কুলের জন্য নির্দিষ্ট বিষয়গুলির সাতজন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন; (ঙ) স্কুলের বিষয় নয় অথচ একাডেমিক কাউন্সিলের মতে স্কুলের বিষয়ের সহিত গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ের তিনজন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন এবং (চ) স্কুলের অন্তর্ভুক্ত বিষয়সমূহে বিশেষ জ্ঞানসম্পন্ন তিনজন ব্যক্তি, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) নির্বাহী কমিটিতে নিযুক্ত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন।