পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<$ o বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ○○あ চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য চেয়ারম্যানরূপে কার্য করিবেন। ১৫। পরিষদের মেয়াদ শেষ হইবার একশত আশি দিন পূর্বে চেয়ারম্যান বা আকস্মিক পদ শূন্যতা NQকোন সদস্যের পদ শূন্য হইলে, পদটি শূন্য হইবার ষাট দিনের মধ্যে ইহা পূরণ ് করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত হইবেন তিনি পরিষদের অবশিষ্ট ് মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন। Q ১৬। (১) পরিষদের মেয়াদ শেষ হইবার তারিখের পূর্ববতী ষাট দিনের পুরুষদের সাধারণ মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে শ: নির্বাচনের সময় o ۶یر তবে শর্ত থাকে যে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের মতে, যদি কোন বিশেষ কারণে এই উপ-ধারায় নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ১৮২০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে। (S) পরিষদ বাতিল হইয়া গেলে, বাতিল থাকার মেয়াদ শেষ হইবার আলিপুর্ণপদপুলিল আলচি ভিলে। “১৬ক। (১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে। (S) একজন চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করিবেন। &Y (৩) ধারা ১৬ এর অধীন নির্বাচিত নতুন পরিষদ কাৰ্যভার গ্রহণ না করা N. o ت * - “পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য" শব্দগুলি “সরকার কর্তৃক উপজাতীয় সদস্যগণের মধ্যে হইতে মনোনীত কোন ব্যক্তি” শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) so আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত। R কোলন (:) দাড়ির ( ) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৩ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত। “১৮২০” সংখ্যাটি “১৬৪০” সংখ্যাটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। “ ধারা ১৬ক বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৪ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।