পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ ২১৯ ২৩। পরিষদ উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে উহার ক্ষমতা অর্পণ বা নির্বাহী পরিচালককে অর্পণ করিতে পারিবে। ২৪। পরিষদ, নির্বাহী কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির সকল সদস্য জনসেবক NONএবং উহাদের সকল কর্মকর্তা ও কর্মচারী Penal Code (Act No. XLV of ് 1860) এর section 21 এ public servant (জনসেবক) কথাটি যে অর্থে ব্যবহৃত No হইয়াছে সে অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবে। è O'C ২৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন ঞ্চিলে ক্ষমতা দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। šo R ২৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, ལུང་ཤར་མལ་ཁང་ལ་མཚང་ལ་ཚེ་ང་ལ་ཁ་པར་ཨང་ এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত "" অসামঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। o o ২৭। (১) সংস্থা প্রতিষ্ঠার সংগে সংগে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক রহিতকরণ ও মন্ত্রণালয়ের ১৮ই মার্চ, ১৯৮৬ তারিখের Resolution No. MSW & WA/Sec(M-V)-50/85/39, অতঃপর উক্ত ঠিন বলিয়া উল্লিখিত, বাতিল হইয়া যাইবে। ost (২) উক্ত রিজুলিউশন বাতিল হইবার সংগে সংগে ്--പ്പ് (ক) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা, অতঃপর বিলুপ্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে: > (খ) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত জাতীয় কাউন্সিল ও সকল কমিটি ভাঙিয়া যাইবে; o (*) বিলুপ্ত সংস্থর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং ২অন্য সকল দাবী ও অধিকার সংস্থায় হস্তান্তরিত হইবে এবং সংস্থা উহার অধিকারী হইবে; ృ(వ్రైట్హా o মোকদ্দমা সংস্থা কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা sò বলিয়া গণ্য হইবে: G (ঙ) বিলুপ্ত সংস্থার সকল ঋণ, দায় এবং দায়িত্ব সংস্থার ঋণ, দায় ও দায়িত্ব হইবে: