পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ყ6, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ,ট্রাষ্ট আইন, ১৯৯০ ট্রাষ্ট স্থাপন ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার এই আইনের বিধান অনুযায়ী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট নামে একটি ট্রাষ্ট স্থাপন করিবে। (২) ট্রাষ্ট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও NQএকটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার তে সম্পত্তি অর্জন করার অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ১ ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধে মামল দায়ের করা যাইবে। ് ট্রাষ্টের সদর দপ্তর ৪। ট্রাষ্টের সদর দপ্তর ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়ােজনবােধে যে কোন স্থানে শাখা দপ্তর স্থাপন করিতে পারিবে। So সাধারণ পরিচালনা ৫। ট্রাষ্টের পরিচালনা ও প্রশাসন একটি ট্রাষ্টী বাের্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ট্রাষ্ট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। o, ট্রাষ্টী বোর্ড ৬। (১) ট্রাষ্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:

  • * (ক) শিক্ষা বিভাগের বিনিউহার চেয়ারম্যানও হইবেন;

(খ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, যিনি উহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (খখ) কঞ্জি শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক;] (গ) সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন - ম স লেখ৯: পরিচালক - C (ঘ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বা তদূৰ্ব্ব পর্যায়ের একজন কর্মকর্তা, যিনি . സ് S (ঙ) সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব বা তদূৰ্ব্ব পর্যায়ের একজন কর্মকর্তা, Q যিনি উক্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হইবেন; - § (চ) অর্থ বিভাগের উপ-সচিব বা তদূৰ্ব্ব পর্যায়ের একজন কর্মকর্তা, যিনি উক্ত so বিভাগ কর্তৃক মনোনীত হইবেন; cSR Q * দফা (খখ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৬ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত। * দফা (ঘ), (ঙ), (চ), (ছ) এবং (জ) পূর্ববর্তী দফা (ঘ), (ঙ), (চ), (ছ) এবং (জ) এর পরিবর্তে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৬ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।