পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼQ O পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। সংস্থার প্রধান কার্যালয় ৪। সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়োজনবোধে, যে ১২ কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে। ് - সাধারণ পরিচালনা ৫ । সংস্থার সাধারণ পদিনাওখন এক নির্দেষ্ট ন্যস্ত থাকিবে এবং সংস্থার যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পরিবে পরিচালনা বাের্ডসেই সকল ক্ষমতা প্রয়ােগ ও কার্যসম্পাদন করবে। ന് جیے পরিচালনা বোর্ডের ৬। নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা বাের্ড গঠিত হইবে, যথা:

  • (ক) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে

নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন। o (খ) পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট ੋ যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; N ം് (গ) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের সচিব o o a ভাগের সচিব; (ঘ) কৃষি མ་སྦལ་པ་སྐུ་ বিভাগের (ঙ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের সচিব So (চ) সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব: &* (ছ) পরিকল্পনা মন্ত্রণালয় বা বিভাগের সচিব; so (জ) বন ও পরিবেশ মন্ত্রণালয় বা বিভাগের সচিব; o (ঝ) নৌ-পরিবহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব; Q (ঞ) মহা-পরিচালক, যিনি উহার সচিবও হইবেন। o সংস্থার কার্যাবলী ৭। সংস্থার কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:o sò (ক) পানি সম্পদ উন্নয়নকল্পে পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ পানি সম্পদ Q মহা-পরিকল্পনা প্রণয়ন করা: (খ) পানি সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কিত জাতীয় কৌশল ও নীতি নির্ধারণ করা;