পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ২৫৭ (চ) “পুলিশ কর্মকর্তা” অর্থ এই আইনের অধীন নিযুক্ত বাহিনীর যে কোন সদস্য এবং ধারা ১০ এর অধীন নিযুক্ত কোন সহায়ক পুলিশ কর্মকর্তা এবং এই আইনের অধীন দায়িত্ব পালনরত অন্য কোন পুলিশ বাহিনীর সদস্যও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (ছ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; 。 (GI) “ÇsītēTHẾ Effff” Szí Code of Criminal Procedure, 1898 (Act V of 1898); & (ঝ) “বাহিনী” অর্থ এই আইনের অধীন গঠিত রাজশাহী মহানগরী পুলিশ ് বাহিনী; o (ঞ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; & (ট) “মহা-পুলিশ পরিদর্শক” অর্থ Police Act, 1861 (V of 1861) এর Sistin fils Inspector General of Police; &o o (ঠ) “যানবাহন” অর্থ যে কোন গাড়ী, গরু বা ঘোড়ার গাড়ী, ভ্যান, ট্রাক, ঠেলাগাড়ী, বাইসাইকেল, ট্রাই-সাইকেল, মোটর সাইকেল, রিক্সা বা চাকাযুক্ত রাস্তায় চলাচলের উপযোগী যে কোন প্রকারের বাহন (ড) “রাজশাহী মহানগরী এলাকা” বা “মহানগরী এলাকা” অর্থ প্রথম তফসিলে বর্ণিত এলাকা; • * - (ঢ) “রাস্তা” অর্থ সর্বসাধারণের চলাচলের অধিকার আছে এমন যে কোন সড়ক, গলি, পায়ে হাটা পথ, প্ৰাংগণ, সংকীর্ণ পথ বা প্রবেশ পথ, সরসরি চলাচলের জুন উপযুক্ত হউক বা না হউক, কেও বুঝাইবে। o ৩। এই আইনের কোন বিধানের সহিত অসমঞ্জস্য না হওয়া সাপেক্ষে 1861 Police Act, 1861 (V of 1861), sR532BI ta? sĩRI.R Police Act ” T” বালয়া উল্লিখিত রাজশাহী মহানগৰী এলাকায় প্রযোজ্য হইবে। o ৪। ফৌজদারী কার্যবিধিতে যাহাই থাকুক না কেন, এই আইনের বা উহার কতিপয় ক্ষেত্রে জিলা অধীন ভিন্নরূপ বিধান না থাকিলে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে রাজশাহী .ே মহানগরী এলাকা কোন জিলা ম্যাজিষ্ট্রেটের কর্তৃত্বাধীন থাকিবে না। * o ....616)ु बाजगद्दी भद्दानी निय " <ত এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী থাকিবে। (২) সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সমন্বয়ে বাহিনী গঠিত হইবে।