পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రి88 জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (খ) কলেজটির শিক্ষকগণের সংখ্যা, যোগ্যতা এবং কার্যকালের শর্তাবলী এইরূপ যে, কলেজ কর্তৃক গৃহীত শিক্ষাক্রম, শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ইহা যথেষ্ট হইবে এবং ইহাতে টিউটরিয়াল ও ব্যবহারিক শিক্ষাদানের পর্যাপ্ত ব্যবস্থা রহিয়াছে; (গ) কলেজটি যে ভবনে অবস্থিত উহা যথোপযোগী এবং উহাতে কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কর্মে ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থান সংকুলান হইবে: (ঘ) যে সকল ছাত্র ছাত্রী তাহাদের পিতামাতার সহিত বসবাস করিবে না তাহাদের জন্য কলেজ হোষ্টেল বা কলেজ কর্তৃক অনুমোদিত বাসস্থানে বসবাসের ব্যবস্থা করিয়াছে এবং ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চাসহ তাহদের দৈহিক ও সাধারণ কল্যাণের ব্যবস্থা রহিয়াছে এবং কলেজ ও ক্যাম্পাসে ছাত্র ও শিক্ষকদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে দেখা সাক্ষাতের - সুযোগও রহিয়াছে; o (8) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়কালের মধ্যে কলেজে এমন একটি খোলা থাকিবে যেখানে ছাত্র ও ছাত্রীরা ক্লাস করার ফাঁকে ফাঁকে বা অবসর সময়ে লেখাপড়া করিতে পারিবে বা যেখান হইতে তাহারা নির্ধারিত সময়ের জন্য বই-পুস্তক বাড়তে ব্যবহারের জন্য গ্রহণ করিতে পারিবে: ച്ച് - o (চ) পরীক্ষামূলক বিজ্ঞানের কোন শাখায় অধিভুক্তির আবেদনের ক্ষেত্রে উক্ত শাখায় শিক্ষাদানের জন্য যথাযথভাবে যন্ত্রপাতি সজ্জিত পরীক্ষাগার বা যদুর্বােবস্থ বােকাকে o (ছ) কলেজ চত্বর বা হষ্টেল এলাকায় বা উহার সন্নিকটে অধ্যক্ষ এবং কিছু সংখ্যক শিক্ষকের বাসস্থানের জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হইবে; - (জ) কলেজের আর্থিক সংগতি উহার অব্যাহত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ - * () : ":: S- হইতে অবস্থিত অন্য কোন অধিভুক্তি কলেজ বা কলেজসমূহের স্বার্থ o ক্ষুন্ন হইবে না। Q (২) আবেদনপত্রে আরও নিশ্চয়তাদান করিতে হইবে যে, কলেজটি অধিভুক্তি হওয়ার পর উহার ব্যবস্থাপনা বা শিক্ষকগণের মধ্যে কোন পরিবর্তন করা হইলে অথবা অন্য যে কোন পরিবর্তন করা হইলে তাহা তাৎক্ষণিকভাবে সিন্ডিকেটকে অবহিত করা হইবে। e$ o -