পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আই F, SAS ৪৭। সরকার স্বতঃপ্রবৃত্ত হইয়া অথবা কোন ব্যক্তির আবেদনক্রমে, এই সরকারের নথিপত্র, আইনের বা বিধির অধীন কোন আদেশ সংক্রান্ত কার্যধারার নথিপত্র, আদেশ প্রদানের এক বৎসরের মধ্যে, উক্ত আদেশের বৈধতা বা ন্যায্যতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে তলব ও পরীক্ষা করিতে পারিবে এবং উক্তরূপ পরীক্ষান্তে কোন আপাত ভুল বা অশুদ্ধতা সংশোধন করিয়া তৎসম্পর্কে উহা তবে শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য বাজেয়াপ্তকরণের] কোন আদেশ, বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা বৃদ্ধির কোন আদেশ, বা কোন অর্থদণ্ড আরোপের কোন আদেশ বা অধিকতর পরিমাণ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দান না করিয়া এবং ব্যক্তিগতভাবে বা তাহার নিকট ੰ সুযোগ দান না করিয়া, প্রদান করা যাইবে না শ: o আরও শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে ধারা ৪২ এর অধীনে আপীল করার সুযোগ থাকা সত্ত্বেও আবেদনকারী উক্ত সুযোগ গ্রহণ করেন নাই ক্ষেত্রে এই ধারার অধীনে তাহার আবেদন গ্রহণযোগ্য হইবে না ।] sò ৪৮। পঞ্চ**) পদমর্যাদায় "সহকারী কমিশনার, মূল্য সংযোজন করএর নিয়ে নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা, যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে এইরূপ যে কোন স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহনে প্রবেশ করিবার ক্ষমতা দান করিতে পারিবে যে স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহন হইতে বা দ্বারা এই আইনের অধীন মূল্য সংযোজন কর আরোপযোগ্য কোন পণ্য বা কোন সেবা এই আইন বা কোন বিধির বিধান লংঘন করিয়া সরবরাহ, প্রদত্ত বা বহন করা হয় বা হইয়াছে বলিয়া তিনি বিশ্বাস করেন বা তাহার উক্তরূপ বিশ্বাস করার যুক্তিসংঘত কারণ থাকে এবং উক্ত আদেশে উক্তরূপ স্থান, ঘরবাড়ী, নৌযান বা যানবাহন ভয়াশীর ক্ষমতাও প্রদানকর বাইতে পারে। -- © NON് & o so তল্লাশীর ক্ষমতা o -- ۶یر * “বাজেয়াপ্তকরণের” শব্দটি “বাজেয়াপ্তিকরণের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯০ ধারাবলে প্রতিস্থাপিত।

  • দাড়ির (।) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং

আইন) এর ৭ ধারাবলে সংযোজিত।

  • ২-“বা বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যথাযথ এখতিয়ারসম্পন্ন কালেক্টর, মূল্য সংযোজন কর বা

്. ۶یر পদমর্যাদায় সহকারী কালেক্টর, মূল্য সংযোজন কর- এর নি েনহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা” শব্দগুলি ও কমাগুলি অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত। “বোর্ড বা বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যথাযথ এখতিয়ারসম্পন্ন কমিশনার, মূল্য সংযোজন কর বা মহাপরিচালক, পরিদর্শন পরিদপ্তর (কাষ্টমস এন্ড এক্সাইজ) বা” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৮ ধারাবলে বিলুপ্ত।

  • “সহকারী কমিশনার" শব্দগুলি “সহকারী কালেক্টর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং

আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।