পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ কোম্পানী আইন, ১৯৯৪ সভা ও ভোট ৮৫। (১) কোম্পানীর সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোম্পানীর সম্পতি বিখন সভা সম্পর্কে নিম্নবর্ণিত বিধানাবলী কার্যকর থাকিবে যথা: (ক) অনূ্যন চৌদ্দ দিনের লিখিত নোটিশ দিয়া কোম্পানীর বার্ষিক সাধারণ সভা আহবান করা যাইবে এবং বার্ষিক সাধারণ সভা ব্যতীত অন্য কোন - সাধারণ সভা কিংবা কোন বিশেষ সিদ্ধান্ত গ্রহণের জন্য একুশ দিনের o লিখিত নোটিশ দিয়া সাধারণ সভা আহবান করা যাইবে : o \ তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ব্যক্তিগণ লিখিতভাবে সম্মতি দান করিলে উক্ত সময় অপেড়া স্বল্প সময়ের নোটিশেও সভা আহবান করা যাইবে, যথা - -- (অ) বার্ষিক সাধারণ সভার ড়োত্রে, উক্ত সভায় উপস্থিত হওয়ার এবং উহাতে ভোট প্রদানের অধিকারী সকল সদস্য; এবং - (আ) অন্য যে কোন সভার ড়োত্রে, কোম্পানীটি শেয়ার-মূলধন বিশিষ্ট কোম্পানী হইলে উহার ঐ সকল সদস্য, যাহারা কোম্পানীর পরিশোধিত শেয়ার মূলধনের এমন সংখ্যক শেয়ারের ধারক যে তাহারা উক্ত সভায় কোম্পানীর অনুনি শতকরা পচানব্বই ভাগ ভোটদান ডুগমতার অধিকারী, অথবা কোম্পানীর কোন শেয়ারমূলধন না থাকিলে, ঐ সকল সদস্য, যাহারা সেই সভায় প্রয়োগযোগ্য মোট ভোটদান ড্ৰামতার অনূ্যন শতকরা পচানব্বই ভরে কির (খ) যে পদ্ধতিতে তফসিল-১ অনুসারে নোটিশ দিতে হয় সেই পদ্ধতিতে প্রত্যেক সদস্যকে কোম্পানীর সভার নোটিশ দিতে হইবে এবং সভায় সম্পাদিতব্য কার্যাদির বিবরণ নােটিশে উল্লেখ করতে হইবে তবে o দৈবক্রমে বা ভুলবশতঃ কোন সদস্যকে নোটিশ দেওয়া না হইলে কিংবা o কোন সদস্য নোটিশ না পাইলে তজ্জন্য উক্ত সভার কার্যধারা অবৈধ - O প্রতিপন্ন হইবে না; o - (গ) সভায় ব্যক্তিগত বা প্রক্সির মাধ্যমে উপস্থিত পাঁচজন সদস্য, অথবা উক্ত S সভার চেয়ারম্যান, অথবা ভোটাধিকার আছে এমন ইসুকৃত শেয়ার ༄་་་་་ মূলধনের অনূ্যন এক-দশমাংশের ধারক সদস্য বা সদস্যগণ আনুমানিক Q ভোট গ্রহণের দাবী করিতে পারিবেন : o & তবে শর্ত থাকে যে, কোন প্রাইভেট কোম্পানীর ড়োত্রে, সাতজনের অধিক so সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকিলে, একজন সদস্য বা So সাতজনের অধিক সংখ্যক সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকিলে, দুইজন সদস্য ভোট গ্রহণের দাবী করিতে পারিবেন; (ঘ) প্রক্সি নিয়োগপত্র তফসিল-১ এর প্রবিধান ৬৮তে বর্ণিত ছকে তৈরী করা হইলে, তৎসম্পর্কে শুধু এই কারণে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না যে, উহা প্রক্সি নিয়োগপত্র সংক্রান্ত সংঘবিধির কোন বিশেষ শর্ত