পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ՏԳ5 (৪) উপ-ধারা (১) এবং (২) অনুযায়ী যে ব্যালান্স শীট এবং লাভ-ডুগতির বা আয়-ব্যয়ের হিসাব স্বাড়গরিত হওয়া প্রয়োজন তাহা তদনুযায়ী স্বাড়গরিত হওয়া ব্যতিরেকেই যদি ইসু্য, প্রচার বা প্রকাশ করা হয়, অথবা ১৮৬ ধারা অনুসারে ব্যালান্স শীটের সহিত ড়োত্র বিশেষে যে লাভ-ড়গতির হিসাব বা হিসাবপত্র বা প্রতিবেদন বা বিবৃতি, অথবা ১৮৫ ধারায় উলিস্নখিত যে নিরীড়া-প্রতিবেদন এবং ১০uS যদি কোন ব্যালান্স শীটের অনুলিপি ইস্য, প্রচার বা প্রকাশ করা হয়, অথবা এই ৯ কর্মকর্তা, যিনি উক্ত ত্রমটির বা ব্যর্থতার জন্য দায়ী তিনি, অনধিক ছয় মাস কারাদণ্ডে অথবা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন। ള് ੇ ১৯০। (১) কোন কোম্পানীর ব্যালান্স শীট এবং লাভ ভূতি বা আয়-ব্যয়ের ಘೀ হিসাব উহার বার্ষিক সাধারণ সভায় যে তারিখে উপস্থাপিত হয় সেই তারিখ হইতে দাখিল ত্রিশদিনের মধ্যে, অথবা যেড়েগত্রে কোন বৎসরে কোম্পানীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় নাই, সেড়োত্রে এই আইনের বিধান অনুসারে যে সর্বশেষ তারিখে বা তৎপূর্বে উক্ত সভা অনুষ্ঠিত হওয়া বিধেয় ছিল সেই তারিখ হইতে পরবর্তী ত্রিশদিনের মধ্যে, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট, ম্যানেজার বা সচিব অথবা, যদি কোম্পানীতে এইরূপ পদধারী কেহ না থাকেন, তদবস্থায়, কোম্পানীর একজন পরিচালক কর্তৃক স্বাড়ারিত ব্যালান্স শীট এবং লাভ-ড়তি বা আয়-ব্যয়ের হিসাব এবং তৎসহ এই আইনের বিধান অনুযায়ী উক্ত ব্যালান্স শীট এবং হিসাবের সহিত যে সমস্ত দলিল সংযোজিত বা অন্তর্ভুক্ত করিতে হয় - তবে শর্ত থাকে যে, কোন প্রাইভেট কোম্পানীর ড়েঙ্গত্রে ব্যালান্স শীট এবং వ్ర గ్రా8 కణా যে, কোন পাবলিক কোম্পানীর অধীনস্থ নয় এইরূপ ২১ কোম্পানীর লাভ-ভৃঙ্গতির হিসাবের অনুলিপি পরিদর্শন বা উক্ত অনুলিপি সংগ্ৰহ Q করার অধিকারী হইবে না। o § (২) বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত ব্যালান্স শীট উক্ত সভায় অনুমোদিত § না হইলে কিংবা কোম্পানীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না হইলে, ব্যালান্স CŞ শীট অনুমোদিত না হওয়া বা ড়েগত্রমত উক্ত সভা অনুষ্ঠিত না হওয়া সম্পর্কে একটি বিবৃতি এবং অনুমোদিত বা অনুষ্ঠিত না হওয়ার কারণসমূহ উক্ত ব্যালান্স শীটের সহিত এবং উহার যে সমস্ততা অনুলিপি রেজিষ্ট্রারের নিকট দাখিল করিতে হয় সেই সমস্ততা অনুলিপির সহিত সংযোজিত করিতে হইবে।