কোম্পানী আইন, ১৯৯৪ \రివరి (২) যদি আইনানুগ প্রতিনিধি কিংবা উত্তরাধিকারীগণ এতদুদ্দেশ্যে প্রদত্ত মৃত প্রদায়কের অস্থাবর বা স্থাবর বা উভয় প্রকার সম্পত্তির ব্যবস্থাপনার (Administering) জন্য প্রয়োজনীয় কার্যধারা গ্রহণ এবং উক্ত সম্পত্তি হইতে প্রদেয় অর্থের পরিশোধ নিশ্চিত করা যাইবে । o (5) এই ধার জল পুলক ত দলে জীবিত উলঙ্গিীত (surviving coperceners) আইনানুগ প্রতিনিধি এবং উত্তরাধিকারী বুলিয়া গণ্য হইবেন, যদি মৃত ব্যক্তি মিতাড়ারা মতাদর্শ অনুযায়ী কোন হিন্দু যৌথপরিবারের সদস্য হন। ് &o ২৪০। প্রদায়ক হিসাবে তালিকাভুক্ত হওয়ার পূর্বে বা পরে কোন প্রদায়ক যদি দেউলিয়া ঘোষিত হন, তবে- & o (ক) তাহার স্বত্বনিয়োগীগণ (assignees) কোম্পানীর অবলুপ্তির বিষয়ক যাবতীয় ব্যাপারে তাহার প্রতিনিধিত্ব করিবেন এবং সেইমত প্রদায়করূপে গণ্য হইবেন; এবং কোম্পানীর তহবিলে যে অর্থ প্রদান প্রয়ােজনীয় প্রমাণ দাখিল করতে এবং সেই অর্থ উক্ত সম্পত্তি হইতে বা অন্য কোন আইনানুগ পদ্ধতিতে কোম্পানীর তহবিলে প্রদানের জন্য তাহাদিগকে নির্দেশ প্রদান করা যাইবে এবং হইয়াছে উহার আনুমানিক পরিমাণ, দেউলিয়ার সম্পত্তির বিপরীতে, বিবেচনা এবং প্রমাণ করা যাইবে। - റ്റ് আদালত কর্তৃক অবলুপ্তি & ২৪১। আদালত কর্তৃক কোম্পানীর অবলুপ্ত ঘটানাে বাইতে পারে দি (ক) কোম্পানীটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে যে, উহার অবলুপ্তি আদালত কর্তৃক ঘটানো হইবে; অথবা (খ) উহা সংবিধিবদ্ধ প্রতিবেদন দাখিল করিতে কিংবা সংবিধিবদ্ধ সভা অনুষ্ঠান করিতে ব্যর্থ হয়; অথবা (গ) নিগমিত হওয়ার পর এক বৎসরের মধ্যে কোম্পানী উহার কার্যাবলী আরম্ভ না করে কিংবা এক বৎসর যাবৎ উহার কার্যাবলী বন্ধ থাকে; অথবা (ঘ) সদস্য-সংখ্যা হ্রাস পাইয়া প্রাইভেট কোম্পানীর ড়োত্রে দুইজনের কম অথবা অন্যান্য কোম্পানীর ড়োত্রে সাতজনের নাম হয়; অথবা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩২৭
অবয়ব