পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やabr কোম্পানী আইন, ১৯৯৪ (৮) এই ধারার উদ্দেশ্য পূরণ করে, লিকুইডেটর আদালত বা ড়েগত্রমত সরকারের অনুমতিক্রমে (১) উপ-ধারায় উলিস্নখিত অবিলিকৃত পরিসম্পদ বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ এই ধারার বিধান অনুসারে জমা দিতে পারিবেন এবং তদনুযায়ী উহা নিস্পত্তি করা যাইবে। ৩৪৪ । (১) এই খণ্ডের বিধানানুযায়ী বা ঐ সব বিধানের উদ্দেশ্য পূরণকল্পে, আদালত এবং এভিডেভিট সম্পাদন করার প্রয়োজন হইলে, বাংলাদেশে যে কোন আদালত, সমীপে এফিডেভিট বিচারকের সম্মুখে কিংবা যে ব্যক্তি এফিডেভিট করাইতে বা লইতে আইনতঃ ভূ গঠন o গমতাপ্রাপ্ত তাহার সম্মুখে এবং বিদেশে কর্মরত বাংলাদেশের যে কোন কনসাল ് বা ভাইস-কনসাল এর সম্মুখে এফিডেভিট সম্পন্ন করা যাইতে পারে। o (২) এই খণ্ডের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশের সকল আদালত, বিচারক, ് বিচারপতি, কমিশনার এবং বাংলাদেশে বিচারকের ডুগমতায় সমাসীন বা কার্য - সম্পাদনকারী যে কোন ব্যক্তি এর স্বাড়গর, সীল বা ষ্ট্যাম্প উক্ত এফিডেভিটে বা, এই খণ্ডের উদ্দেশ্য পূরণকল্পে ব্যবহৃত অনুরূপ কোন দলিলে প্রদত্ত বা যুক্ত থাকিলে উক্ত স্বাড়গর, সীল বা ষ্ট্যাম্প বিচারজনিত বিবেচনায় (Judicial notice) গ্রহণ করা উক্ত আদালত, বিচারক, বিচারপতি, কমিশনার বা ব্যক্তির কর্তব্য হইবে। ത് ~ o8& (s) & son & Code of Civil Procedure, 1908 (Act of V of 1908) এর বিধানাবলীর সহিত সংগতি রড়গা করিয়া সুপ্রীম কোর্ট ‘ টের ডুগমত -*>" (ক) হাইকোর্ট বিভাগে বা উহার অধঃস্তত্মন কোন আদালতে কোম্পানীর অবলুপ্তির ব্যাপারে অনুসরণীয় পদ্ধতি এবং (*) কোম্পানীর সদস্যগণ বা পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির জন্য এই আইনের ২২৮ ধারার বিধান অনুসারে প্রয়োজন হইলে পাওনাদর ও সদস্যগণের সভা অনুষ্ঠান; এবং )ே কোম্পানীর শেয়ারমূলধন হাস এবং উহার পুনঃবিভাজন বিষয়ে এই আইনের বিধানবলী বাস্ত্রবয়ন এবং UN So (ঘ) এই আইনের অধীন আদালতের নিকট সকল প্রকার আবেদন ost পেশকরণ । (২) কোম্পানীর অবলুপ্তি সংক্রান্ত যে সকল ব্যাপারে এই আইনের কোন বিধান অনুসারে কোন কিছু নির্ধারিত হওয়া প্রয়োজন সে সকল ব্যাপারে সুপ্রীম কোট অবশ্যই বিধি প্রণয়ন করিবে।