পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"br কোম্পানী আইন, ১৯৯৪ ১০০ । কোন লভ্যাংশের সুপারিশ করার পূর্বে পরিচালকগণ যেরূপ উপযুক্ত মিটানোর জন্য, অথবা লভ্যাংশের মধ্যে সমতা বিধানের জন্য, অথবা কোম্পানীর মুনাফা সঠিকভাবে প্রয়োগ করা যায় এইরূপ কোন উদ্দেশ্য সাধনের জন্য এক বা একাধিক রিজার্ভ হিসাবে পৃথক করিয়া রাখিতে পারেন, এবং এইরূপ প্রয়োগ বিনিয়োগ করিতে পারিবেন। & ১০১। যদি কতিপয় ব্যক্তি কোন শেয়ারের যৌথ শেয়ারহােল্ডাররূপে নিবন্ধিকৃত হন, তাহা হইলে তাহদের যে কোন একজন অনুরূপ কোন শেয়ারের উপর প্রদেয় লভ্যাংশ-প্রাপ্তির ব্যাপারে কার্যকর প্রাপ্তি রশিদ দিতে পারবেন। o ১০২। ঘোষণা করা হইয়াছে এইরূপ লভ্যাংশের জন্য নোটিশ অতঃপর প্রদান করিতে হইবে। So ১০৩। কোন লভ্যাংশের উপর কোম্পানী কর্তৃক সুদপ্রদেয় হইবে না। হিসাবপত্র ১০৪। পরিচালকগণ নিম্নলিখিত বিষয়ে যথাযথ হিসাব-বহি রড়গণের ব্যবস্থা করিবেন, যথা:- ..o (ক) কোম্পানী কর্তৃক প্রাপ্ত এবং ব্যয়িত সকল অর্থ এবং যে সকল বিষয়ের ড়েীত্রে অর্থ প্রাপ্তি এবং অর্থ ব্যয় ঘটে; কেম্পনী কর্তৃকসকল পণ্যের ক্রয় এবং বিক্রয়; - o (o) কোম্পানীর পরিসম্পদ ও দায়-দেনাসমূহ; - സ് (ঘ) অধিক ব্যয়-হিসাব (cost-accounts) যেড়োত্রে প্রযোজ্য। *S* .ত ১০৫ ৷ হিসাব-বহিসমূহ কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ে অথবা

  • N

পরিচালকগণের মতে উপযুক্ত অন্য কোন স্থানে রাখিতে হইবে এবং ঐগুলি অফিস চলাকালীন সময়ে পরিচালকগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে। ১০৬। পরিচালক নহেন এইরূপ কোন সদস্যের পরিদর্শনের জন্য কোম্পানীর হিসাবপত্র এবং বহিসমূহ অথবা উহাদের যে কোনটি উন্মুক্ত রাখা হইবে কিনা এবং উহাদের কতটুকু অংশ কোন কোন সময়ে এবং স্থানে এবং কোন কোন শর্ত অথবা বিধান সাপেড়েগ ঐগুলি উন্মুক্ত রাখা হইবে তাহা পরিচালকগণ সময়ে সময়ে স্থির করিবেন; এবং পরিচালক ব্যতীত অন্য কোন সদস্য কোম্পানীর কোন হিসাব বা বহি বা দলিল, আইন অথবা পরিচালকগণ বা কোম্পানীর সাধারণ সভা কর্তৃক প্রদত্ত ভৃগমতা অনুসারে ব্যতীত, পরিদর্শন করার অধিকারী হইবেন না। NQo