কোম্পানী আইন, ১৯৯৪ 8&G: ১৭। কোম্পানীর নিরীড়গক থাকিলে তাহাদের নাম ও ঠিকানা। ১৮। (১) কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণে অথবা প্রসপেক্টাস ইসু'র তারিখ হইতে পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে কোম্পানী কর্তৃক কোন সম্পত্তি অর্জিত হইয়া থাকিলে বা অর্জনের প্রস্তাব করা হইয়া থাকিলে, উক্ত সম্পত্তিতে প্রত্যেক পরিচালক এবং উদ্যোক্তার স্বার্থের ধরন এবং পরিধির পূর্ণ বিবরণ। 。 (২) যেড়েগত্রে কোম্পানীর কোন পরিচালক বা উদ্যোক্তা ཨང་ཤཝ་ཤ ཨ་ཨི་ཚེ་ কোন কোম্পানীর সদস্য হওয়ার কারণে তাহার উক্ত স্বার্থ থাকে, সেড়েগত্রে উক্ত ফার্ম বা অন্য কোম্পানীর স্বার্থের ধরন এবং পরিধি এবং কোম্পানীর পরিচালক হইতে বা পরিচালকের যোগ্যতা অর্জন করিতে বা পরিচালক হওয়ার জন্য তাহাকে উদ্বুদ্ধ করিতে অথবা কোন সেবা প্রদানের জন্য অথবা কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণ বা গঠন সংক্রান্তা ব্যাপারে তাহাকে বা উক্ত ফার্ম অথবা অন্য কোম্পানীকে, নগদে বা শেয়ারে বা অন্যভাবে, পরিশোধিত অথবা পরিশোধিতব্য বলিয়া স্বীকৃত সকল অর্থের একটি বিবরণ। ,ു ১৯। কোম্পানীর শেয়ার মূলধন বিভিন্ন শ্রেণীর শেয়ারে বিভক্ত করা হইলে, কোম্পানীর সভায় ভোট দানের এবং মূলধন ও লভ্যাংশের উপর উক্ত বিভিন্ন শ্রেণীর শেয়ারহােভারগণের অধিকার এর বিবরণ।
২০। যেড়োত্রে কোম্পানীর সভায় যোগদান করা বা বক্তব্য পেশ করা বা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকগণের ভূগমতা ব্যবহার করার উপর সংঘবিধি দ্বারা কোন বাধা-নিষেধ আরোপ করা হয় সেড়েগত্রে উক্ত বাধা নিষেধের ধরন এবং "> পরিধি । S ২১। (১) কোম্পানীর ব্যবসা চালু থাকিলে যতদিন ধরিয়া উক্ত ব্যবসা চালু রহিয়াছে উহার বিবরণ। o (২) তিন বৎসরের কম সময় ধরিয়া পরিচালিত হইতেছে এইরূপ কোন ং ব্যবসা পরিচালিত হইয়া আসিতেছে উহার পরিমাণ। @് ২২। (১) কোম্পানীর বা উহার কোন অধীনস্থ কোম্পানীর কোন সংরড্রিগত তহবিল বা মুনাফা মূলধনে রূপান্তরিত করা হইলে উক্ত রূপান্তরের বিবরণ। o o (২) প্রসপেক্টাস ইসু'র তারিখের পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে কোম্পানীর বা § উহার কোন অধীনস্থ কোম্পানীর পরিসম্পদের পুনমূল্যায়নের ফলে কোন উদৃত্ত O অর্থের উদ্ভব হইলে উহার বিবরণ এবং যে পদ্ধতিতে উক্ত উদৃত্ত অর্থ ব্যবহৃত Q হইয়াছে উহার বিবরণ।