বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8(이 (২) কোন কোম্পানীর অধীনস্থ কোম্পানী না থাকিলে প্রতিবেদনের মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা (ক) উক্ত কোম্পানীর লাভ-ড়তি সম্পর্কিত বিষয়ে প্রসপেক্টাস ইসু করার অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরের লাভ ও ড্রগতির অনাবর্তক ধরনের দফাগুলি পৃথক করিয়া দেখাইতে হইবে; এবং è (*!) উক্ত কোম্পানীর পরিসম্পদ ও দায়-দেনার ব্যাপারে কোম্পানীর ২৫ হিসাবপত্র প্রণীত হওয়ার সর্বশেষ তারিখ পর্যন্ত্ম দায়-দেনার বিষয়ক উলেস্নখ থাকিতে হইবে। Q) (৩) কোন কোম্পানীর অধীনস্থ কোম্পানী থাকিলে প্রতিবেদনে নিম্নলিখিত বিষয় অন্তৰ্ভূক্ত থাকিতে হইবে; যথা- >o (ক) কোম্পানীর লাভ বা ড়তি উপ-প্রবিধান (২) অনুসারে পৃথকভাবে দেখাইতে হইবে এবং অধিকন্তু নিম্নোক্ত বিষয়সমূহ দেখাইতে হইবে: যথা- o (অ) কোন কোম্পানীর সদস্যগণ উহার সকল অধীনস্থ কোম্পানীর সতবাড়তিতে "শিরঃ উহর সমর্থকরি, অথবা (আ) আলাদা আলাদাভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর লাভ ডুগতিতে কোম্পানীর সদস্যগণ যতটুকু সংশিল্পষ্ট উহার সামগ্রিক বিবরণ, অথবা ১ (ই) কোম্পানীর লাভ ড্রাতি পৃথকভাবে না দেখইয়া উহার সদস্যগণ উহার অধীনস্থ সকল কোম্পানীর লাভ ডুগতিতে যতটুকু সংশিল্পষ্ট ততটুকুসহ সামগ্রিকভাবে উহার লাভ-ড়াতির বিবরণ; (খ) কোম্পানীর পরিসম্পদ এবং, দায়-দেনা উপ-প্রবিধান (২) অনুসারে ১ পৃথকভাবে দেখাইতে হইবে এবং অধিকন্তু নিম্নোক্ত বিষয়সমূহ o অন্তর্ভুক্ত করিতে হইবে, যথা- O (অ) কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনাসহ বা কোম্পানীর ് পরিসম্পদ এবং দায়-দেনা ব্যতিরেকে, উহার সকল অধীনস্থ SON কোম্পানীর সম্মিলিত পরিসম্পদ এবং দায়-দেনা; অথবা N @് (আ) প্রত্যেক অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনার পৃথক পৃথক বিবরণ; o (গ) অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ এবং দায়-দেনার বিষয়ে নিয়ন্ত্রণকারী o কোম্পানীর সদস্য ব্যতীত অপর কোন ব্যক্তিকে প্রদেয় সুবিধার -ം cSR (allowance) for ২৫। শেয়ার বা ডিবেঞ্চার ইসু্যলব্ধ অর্থ বা উহার কোন অংশ প্রত্যঙ্গ বা (ক) কোন ব্যবসা ক্রয়ের জন্য ব্যয় করা হয় বা হইবে; অথবা