পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8$(' ৩১। যে ড়েগত্রে ডাকযোগে নোটিশ প্রেরণ করা হয় সেড়েগত্রে যথাযথভাবে ঠিকানা লিখিয়া, ডাকমাশুল পূর্বে, পরিশোধ করিয়া এবং নোটিশ সম্বলিত একখানা চিঠি ডাকযোগে প্রেরণ করা হইলে নোটিশটি প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ডাকের সাধারণ গতিতে যে সময়ে কোন চিঠি ইহার প্রাপকের নিকট পোঁছায় সেই সময় উক্ত নোটিশটি উক্ত সদস্যের নিকট পৌঁছিয়াছে বলিয়া গণ্য 。 হইবে, যদি না ইহার বিপরীত কোন কিছু প্রমাণিত হয়। èst স্বাড়গরকারীগণের নাম, ঠিকানা, জাতীয়তা, পরিচয় এবং স্বাড়ার o ് S o So I Ro \O | & 8 | ve ം് সালের . . . . . . . . . মাসের ... . . . . . তারিখ । . . . . . . . هد o উপরি-উক্ত স্বাঙ্গর সত্যয়নকারী সঙ্গীগণের নাম, ঠিকানা ও পরিচয়। S | N ২ । ൽ o সালের ... মাসের - - - - - - - - তারিখ । . . . . . . . هد o O (ধারা ৭ এবং ২২৬ দ্রষ্টব্য) o গ্যারান্টি দ্বারা সীমিত দায় এবং শেয়ার-মূলধন সম্পন্ন কোম্পানীর সংঘ-স্মারক এবং o সংঘবিধি । Q, sè সংঘ-স্মারক இ. ১ম। এই কোম্পানীর নাম . . . . . . . . . . . . . . . . . কোম্পানী লিমিটেড, § (যেমন- দি স্নোয়ী হোটেল কোম্পানী, লিমিটেড)। - o ২য়। কোম্পানীর নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত থাকিবে। -so ৩য়। কোম্পানী প্রতিষ্ঠার উদ্দেশ্য হইতেছে নিম্নরূপ : (পর্যটকদের জন্য হোটেল এবং সমুদ্র ও স্থল পথে পরিবহন এবং বাসস্থানের বন্দোবস্ততা করিয়া স্নোয়ী রেঞ্জে ভ্রমণের সুব্যবস্থা করা এবং উপরি-উক্ত উদ্দেশ্য আনুষঙ্গিক এবং প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করা)।