পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সালিস আইন, ২০০১ ১৬৩ (খ) পক্ষগণ কার্যধারা সমাপ্তিতে সম্মত হয়; বা (গ) কোন কারণে কার্যক্রমের অবিরাম অনুবৃত্তি অপ্রয়োজনীয় অথবা অসম্ভব হইয়া পড়ে। (৩) ধারা ৪০ এর বিধান সাপেক্ষে সালিসী ট্রাইব্যুনালের কর্তৃত্ব সালিসী কার্যধারার সমাপ্তির সাথে সাথে সমাপ্ত হইবে। পরিচ্ছেদ-৮ সালিসী রোয়েদাদের বিরুদ্ধে ব্যবস্থা ৪২। (১) কোন পক্ষ কর্তৃক সালিসী রোয়েদাদ প্রাপ্তির ষাট দিনের মধ্যে NON് * ് সালিসী রোয়েদাদ

  • র আবেদ

রোয়েদাদ ব্যতীত এই আইনের অধীন প্রদত্ত কোন সালিসী রোয়েদাদ করিতে পারিবে । so (২) কোন পক্ষ কর্তৃক সলিসী রোয়েদাদ প্রক্তির বাট দিনের মধ্যে আবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ বাংলাদেশে অনুষ্ঠিত পারিবে । * ৪৩। (১) কোন সালিসী রোয়েদাদ বাতিল করা যাইতে পারে, যদি o (ক) কোন পক্ষ আবেদন দাখিল করিয়া এই মর্মে প্রমাণ উপস্থাপন করে যে (অ) সালিসী চুক্তির কেন এক পক্ষের কোনরূপ অক্ষমতা ছিল; (আ) যে আইনের অধীন পক্ষগণ সালিস চুক্তি করিয়াছে সেই আইনটি বৈধ আইন নহে; (ই) আবেদনকারী পক্ষকে সালিসকারী নিয়োগ বা সালিসী -c১ কার্যধারা সম্পর্কে যথাযথ নোটিশ প্রদান করা হয় নাই অথবা SS উক্ত পক্ষ তাহার মামলা উপস্থাপন করিতে অন্য কোন ་་།།།།༽ - যুক্তিসংগত কারণে অক্ষম হইয়াছিল; Q (ঈ) সালিসী রোয়েদাদ এমন কোন বিরোধীয় বিষয় সম্পর্কিত যাহা o সালিসে প্রেরিত বিষয়ের উদ্দেশ্যে বা শর্ত বহির্ভূত বা উহাতে o এমন সিদ্ধান্ত রহিয়াছে যাহা সালিসে প্রেরিত বিষয়ের পরিধি -so বহির্ভূত: তবে শর্ত থাকে যে, যদি সালিসে প্রেরিত হয় নাই এইরূপ বিষয়কে সালিসে প্রেরিত হইয়াছে এইরূপ বিষয় হইতে পৃথক করা সম্ভব হয় তাহা হইলে সালিসে প্রেরিত না হওয়া বিষয়ের উপর সিদ্ধান্ত সম্পর্কিত অংশ বাতিল করা যাইতে পারে; সালিসী রোয়েদাদ