পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Գo সালিস আইন, ২০০১ (৩) যেইক্ষেত্রে ভবিষ্যতে উদ্ভূত কোন বিরোধ সালিসে প্রেরণ করার লক্ষ্যে সালিস চুক্তিতে এইরূপ সংস্থান করা হয় যে, কোন দাবী চুক্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে বারিত হইবে যদি চুক্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে সালিসী কার্যধারা শুরু করার লক্ষ্যে কোন পদক্ষেপ গৃহীত না হয় সেইক্ষেত্রে আদালত উহার বিবেচনায় ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত শর্ত আরোপ করা সাপেক্ষে সময়সীমা যুক্তিসংগতভাবে বর্ধিত করিতে পারিবে। (৪) যেইক্ষেত্রে আদালত কোন সালিসী রোয়েদাদ বাতিলের আদেশ করিয়া থাকে, সেইক্ষেত্রে সালিস শুরু হওয়ার তারিখ হইতে আদালত কর্তৃক আদেশ প্রদত্ত হওয়ার তারিখের মধ্যবর্তী সময় তামাদি আইন অনুসারে গণনা বহির্ভূত থাকিবে। <foo റ്` ইংরেজীতে অনুদিত ৫৬। এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা পাঠ প্রকাশ এই আইনের ইংরেজীতে অনুদিত একটি প্রমাণীকৃত পাঠ প্রকাশ করবে, যাহা এই আইনের প্রমাণীকৃত ইংরেজী পাঠ (Authentic English Text) =IIUT অভিহিত হইবে: ജ് তবে শর্ত থাকে যে, हे आईन ७ ऊँ ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রেই আইনী পাইব । o o সরকারের বিধি ৫৭। ধরা ৫৮ এর বিধান সাপেক্ষে, সরকার, এই আইনের উদ্দেশ্য প্রণয়নের ক্ষমতা পূরণকল্পে সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। কতিপয় ক্ষেত্রে সুপ্রিম ○br সুগ্ৰম কোর্ট, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে, হাইকোর্ট বিভাগ বা কোটের বিধি প্রণয়নের আদালতের কার্যধারা নিয়ন্ত্রণের জন্য এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ বিধি ক্ষমতা প্রণয়ন করিতে পারিবে । Q, o o পরিচ্ছেদ-১৪ o - o রহিতকরণ ও হেফাজত রহিতকরণ ও (to l (S) The Arbitration (Protocol and Convention) Act, ཝ་ཨ་ཕ་ཅ 1937, The Arbitration Act, 1940, WIS3°E to Acts off Toffo, -- এতদ্বারা রহিত করা হইল। (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে, উপধারা (১) এ উল্লিখিত Acts এর বিধানাবলী, এই আইন বলবৎ হওয়ার পূর্বে শুরু হওয়া সালিসী কার্যধারার ক্ষেত্রে এমনভাবে প্রযোজ্য হইবে যেন এই আইন প্রণীত হয় নাই। è èst