পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ ২২৩ দুর্ভিক্ষ ১৩০। দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের অনুমোদনক্রমে, প্রয়োজনানুসারে দুর্ভিক্ষ কবলিত লোকদের জন্য ত্রাণ ব্যবস্থা করিতে পারিবে। বিপজ্জনক ও ক্ষতিকর ১৩১। (১) সরকার বিধিমালা দ্বারা কি কি দ্রব্য বা ব্যবসায় এই ধারার বভর ব্যবসা-বাণিজ্য উদ্দেশ্যে বিপজ্জনক ও ক্ষতিকর তাহা নির্ধারণ করবে। 。 (২) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার ৩ (ক) কেন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসায় চালাইতে পারবেন। (*) কোন বাড়ঘর বা স্থানকে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসায়ের জন্য ব্যবহার করিতে দিতে পারিবেন না; ཡ་༢༢་དྲ་མ་བྱེད་ (গ) গার্হস্থ কার্যে ব্যবহারের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বা কোন আইন দ্বারা নির্ধারিত সীমার অধিক কোন বিপজ্জনক বা ক্ষতিকর বস্তু দেবাটতে (৩) সরকারের পূর্বানুমোদনক্রমে, কপোরেশন, নগরীর কোন এলাকাকে বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসায়ের জন্য নিষিদ্ধ এলাকা বলিয়া নির্ধারিত করিতে পারিবে এবং উক্ত এলাকায় উক্তরূপ বস্তুর ব্যবসায় নিষিদ্ধ করতে পারিবে । qŞ` গোরস্থান ও শ্মশান ১৩২ ৷ ७)ुपिस्थत बृथ्वनि घाम वा घाख जना छाइन९ শাশানের ব্যবস্থা করিবে এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। @ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের ব্যবহার্য কোন গোরস্থান বা শশানকে কর্পোরেশনের উপর ন্যস্ত বলিয়া ঘোষণা করিতে পরিবে এবং অনুরূপ ঘোষণার পর উহা কর্পোরেশনে ন্যস্ত হইবে এবং - o করিবে । o (৩) যে সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয় না o সেই সকল গোরস্থান বা শশান কর্পোরেশনের নিকট রেজিষ্ট্রিভুক্ত করাইতে so হইবে এবং উহা প্রবিধান অনুযায়ী কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন - O থাকিবে । (৪) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না।