পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৮ সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (২) সরকার কর্পোরেশন বা উহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা কিয়দংশ কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যয় করিবার নির্দেশ দিতে পারিবে । ১৪৭। কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন সমাজ উন্নয়ন NONপরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে । পরিকল্পনা ് ১৪৮। কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের বাণিজ্যিক প্রকল্প ২৫৮ পূর্বানুমোদনক্রমে ব্যবসায় ও বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে Q পারিবে । ് o সাধারণ o ১ম পরিচ্ছেদ ഴ്സ് o কর্পোরেশনের পরিচালনা ost Ꮌ8Ꮌ ! (১) প্রতি বৎসর পহেলা জুলাইয়ের পর এবং সরকার কর্তৃক কর্পোরেশনের বার্ষিক সুন্দু দাবী উপ কতিপ্ৰজনসকলে নিকট পেশ করিবে । -® (২) উপ-ধারা (১) এর অধীনে উল্লিখিত প্রতিবেদনের প্রতিলিপি কর্পোরেশনের কার্যালয়ে বিক্রয়ের জন্য রাখিতে হইবে।

  • o ১৫০ । সরকার, যে কোন সময়, ধারা ৫২ এর অধীনে নিযুক্ত প্রধান নির্বাহী রেকর্ড, ইত্যাদি তলব

বিবৃতি, পরিসংখ্যান, হিসাব এবং অন্য কোন তথ্য তলব করিতে পরিবে এবং তিনি উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবেন। ༣ནི་། ། ১৫১। সরকার, কর্পোরেশনের যে কোন কার্যালয় বা অফিস বা উহার যে পরিদর্শন কোন কার্য বা সম্পত্তি পরিদর্শন বা পরীক্ষার জন্য এবং তৎসম্পর্কে প্রতিবেদন পেশ করিবার জন্য যে কোন কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করিতে পারিবে এবং কর্পোরেশন বা উহার সকল কর্মকর্তা ও কর্মচারী উক্ত তই কর্মকর্তার চাহিদা মাফিক যুক্তিসঙ্গত সুময়ে কর্পোরেশনের যে কোন অঙ্গন বা G' সম্পত্তিতে প্রবেশ করিবার বা উহা পরিদর্শন করিবার এবং যে কোন রেকর্ড, হিসাব-নিকাশ, দলিল-দস্তাবেজ বা অন্যান্য কাগজপত্র পরীক্ষা করিবার সুযোগ প্রদান করিতে বাধ্য থাকিবেন।