২৩8 সিলেট সিটি কপোরেশন তাইন, ২০০১ (গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জনস্বার্থ বিরোধী; অথবা (ঘ) উহার ক্ষমতার সীমা লঙ্ঘন বা ক্ষমতার অপব্যবহার করিয়াছে বা করিতেছে; অথবা (ঙ) তৎকর্তৃক আরোপিত বাৎসরিক কর, রেট, সেস, টোল, ফি এবং অন্যান্য চার্জ এর শতকরা পচাত্তর ভাগ, কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে, আদায়ে ব্যর্থ হইয়াছে; পারিবে: ് তবে শর্ত থাকে যে অনুরূপ আদেশ প্রদানের পূর্বে সরকার কর্পোরেশনকে কারণ দর্শাইবার সুযোগ দিবে। So Q (২) উপ-ধারা (১) এর অধীনে কোন আদেশ প্রকাশিত হতে (ক) মেয়র এবং কমিশনারা তাহদের পদে আরবরেখানেনা (খ) বাতিল থাকাকালীন সময়ে কর্পোরেশনের যাবতীয় দায়িত্ব সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ পালন করবেন। এবং (গ) উক্ত সময়ে কর্পোরেশনের সকল তহবিল ও সম্পত্তি সরকারের উপর ন্যস্তড়থাকিবে। o o, N ১৫৬। (১) যদি প্রয়ােজনীয় তদন্ত্রে পর সরকার এইরূপ অভিমত কপোরেশনের কোন পোষণ করে যে, কর্পোরেশন উহার কোন বিশেষ বিভাগ বা প্রতিষ্ঠানকে : প্রকাশিত আদেশ দ্বারা উক্ত বিভাগ বা প্রতিষ্ঠানের উপর কর্পোরেশনের কর্তৃত্ব স্থগিতকরণ উক্ত আদেশে উল্লেখিত সময়ের জন্য স্থগিত রাখতে পারবে। o (২) উপ-ধারা (১) এর অধীনে স্থগিতকরণের পর সরকার, উক্ত বিভাগ বা পারিবে; এবং কর্পোরেশনের ব্যর্থতার ক্ষেত্রে কর্পোরেশন তহবিলের হেফাজতকারী ব্যক্তিকে উক্ত বিভাগ বা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় নির্বাহের পারিবে ।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৩৮
অবয়ব