পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫8 বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ (ট) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ঠ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীনে প্রণীত প্রবিধান; শ* * * (ঢ) “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি; o (ণ) “মেয়র” অর্থ কর্পোরেশনের মেয়র; o o (ত) “সংরক্ষিত আসন” অর্থ এই আইনের ধারা ৪ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত সংরক্ষিত আসন; o --> (থ) “সাধারণ আসন” অর্থ সংরক্ষিত আসন ব্যতীত ধারা o উপ ধারা (১) এর দফা (গ) এ উল্লিখিত আসন; o >So (দ) “বরিশাল মহানগর” বা “মহানগর” অর্থ প্রথম তফসিলে বর্ণিত এলাকা; o, (ধ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থে জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও কর্পোরেশন è ১ প্রথম পরিচ্ছেদ ഴ്സ് কর্পোরেশন গঠন বরিশাল সিটি ৩। (১) এই আইন বলবৎ হইবার পর এই আইনের বিধান মোতাবেক প্রতিষ্ঠিত হইবে। (২) বরিশাল সিটি কর্পোরেশন এলাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের = সংবিধানের অনুচ্ছেদ ৫৯ এর উদ্দেশ্য পূরণকল্পে একটি স্থানীয় প্রশাসনিক s ইউনিট হইবে। (৩) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী Q ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও বিধি S অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা § মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। দফা ( ড) বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৮নং আইন) এর ২ ধারা কর্তৃক বিলুপ্ত।

  • "(গ)” বন্ধনী ও অক্ষরটি “(খ)” বন্ধনী ও অক্ষরটির পরিবর্তে বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২

(২০০২ সনের ১৮নং আইন) এর ২ ধারা কর্তৃক প্রতিস্থাপিত।