পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ ○○> ত্রয়োদশ পরিচ্ছেদ উন্নয়ন ১৪৬। (১) কর্পোরেশন নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা সাপেক্ষে হইবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান èst থাকিবে, যথা:- o (ক) কর্পোরেশনের কোন বিশেষ কার্যাবলীর উন্নয়ন; ് (খ) পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ এবং বাস্তবায়ন ও তত্ত্বাবধান। <o (২) সরকার কর্পোরেশন বা উহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা ত্ৰ পারিবে । o ১৪৭। কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন সমাজ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে । No পরিকল্পন ১৪৮। কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের বাণিজ্যিক প্রকল্প o ۶یر পূর্বানুমোদনক্রমে ব্যবসায় ও বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে । ര് പർ পঞ্চম ভাগ সাধারণ ༨།༦། ང་ལ་ পরিচ্ছেদ তকর্পোরেশনের পরিচালনা S88 (S) প্রতি বসর পহেলা জুলাইয়ের পর এবং সরকার কর্তৃক কর্পোরেশনের বর্ষিক বৎসরে সম্পাদিত উহার কার্যাবলীর উপর একটি বিস্তারিত প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে । No ত(২) উপ-ধারা (১) এর অধীনে উল্লিখিত প্রতিবেদনের প্রতিলিপি དེ་ཝར་ཤར་ཤགར་བ་ལྟ་ཨ་ཧྥུ་ན་ཀ་ཁོ་ཐང་ཝ་ཝཨ་ཤ་ར་བྷ་ཧ་མ་མ་། ১৫০ । সরকার, যে কোন সময়, ধারা ৫২ এর অধীনে নিযুক্ত প্রধান নির্বাহী রেকর্ড, ইত্যাদি তলব বিবৃতি, পরিসংখ্যান, হিসাব এবং অন্য কোন তথ্য তলব করিতে পারিবে এবং তিনি উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।