পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లివS বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ ২০০১ সনের ১২ নং আইন ৯ এপ্রিল, ২০০১] প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্ৰীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। যেহেতু প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক ৯ বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; o - সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ് S I (S) এই আইন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ নামে অভিহিত হইবে। So - to (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে। &o ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, No (ক) “জেলা কমিটি” অর্থ ধৱ-১২ এর অধীন গঠিত জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটি; S

  • > *, (খ) তফসিল অর্থ এই আইনের তফসিল (*) "নিৰ্বাহী কমিটি” অর্থ ধারা-৮ এর অধীন গঠিত প্রতিবন্ধী কল্যাণ

নির্বাহী কমিটি; - Coঘ) প্রতিবন্ধ" অর্থ ধরা-৩ এ বর্ণিত কোন ব্যক্তি Q(s) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি: - § (চ) "সমন্বয় কমিটি” অর্থ ধারা-৪ এর অধীন গঠিত জাতীয় প্রতিবন্ধী so কল্যাণ সমন্বয় কমিটি। e$ ৩। (১) “প্রতিবন্ধী” অর্থ এমন ব্যক্তি যিনি (ক) জন্মগতভাবে, বা রোগাক্রান্ত হইয়া, বা দুর্ঘটনায় আহত হইয়া, বা অপচিকিৎসায়, বা অন্য কোন কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানষিকভাবে ভারসাম্যহীন; এবং সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন সংজ্ঞা প্রতিবন্ধীর সংজ্ঞা ও প্রতিবন্ধী চিহ্নিতকরণ