পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ \లిఎఫి (চ) জেলা গণসংযোগ অফিসার, পদাধিকারবলে; (ছ) জেলা বাস মালিক সমিতির সভাপতি; (জ) উপ-পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সচিবও হইবেন। (৩) উপ-ধারা (২) (গ) এর অধীন (ক) কোন ব্যক্তি সদস্য হিসাবে মনোনীত হওয়ার বা উক্ত পদে থাকিবার যোগ্য হইবেন না যদি তাহার ক্ষেত্রে ধারা ৫ এ বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়; NON് &o ് -്ടം'. ” ::::::: “ಿ - কমিশনার তাহার সদস্য পদের অবসান ঘটাইতে পারিবে: (*) মনােনীত যে কোন সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে তাহার সদস্যপদ ত্যাগ করিতে পারিবেন। N o >W)| জেল কমিটির দায়িত্ব ও কার্যবলী হইবে নিম্নরূপ যথা (ক) সমন্বয় কমিটি এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত নির্দেশনা, নির্দেশ, সরকার বা সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত প্রকল্প বা কর্মসূচী জেলা পর্যায়ে বাস্তবায়ন; റ്റ്

  • >

(খ) জেলার প্রতিবন্ধীদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান; (গ) প্রতিবন্ধীদের কল্যাণের নিমিত্ত গৃহীত কার্যক্রম সম্পর্কে নির্বাহী কমিটির নিকট বৎসরে অন্ততঃ একটি প্রতিবেদন প্রেরণ: റ് (ঘ) নির্বাহী কমিটি কর্তৃক অর্পিত অন্য কোন বিশেষ দায়িত্ব পালন; (ঙ) বিধি স্থা অন্যান্য দায়িত্ব পালন; o (চ) উপরি-উক্ত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যে কোন আনুষংগিক কার্যক্রম ২ সম্পাদন | o ১৪। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, জেলা কমিটি ইহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। No sò (২) প্রতি দুই মাসে জেলা কমিটির অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) জেলা কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলী জেলা কমিটির সভা