পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ আইন, こののX عمانيا(; (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। ৪ । ইনস্টিটিউটের কার্যালয় ঢাকায় থাকিবে। ৫। ইনস্টিটিউটের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে। ৬। (১) পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথা (ক) (*) (*) (ঘ) (8) (5) (ছ) (জ) (ঝ) o o o So (ট) ost (3) (ড) সংসদ উপ-নেতা; ഴ്സ് বিরোধীদলের উপ-নেতা; o সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়ােজিত মন্ত্রী সংসদের চীফ হুইপ; - সংসদে বিরোধীদলের নেতা কর্তৃক সংসদে বিরোধীদলের চীফ হুইপ হিসাবে মনোনীত সংসদ-সদস্যঃ আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত আইন কমিশনের চেয়ারম্যান বা তৎকর্তৃক মনোনীত উক্ত কমিশন একজন সদস্য; বাংলাদেশের অ্যাটর্ণি-জেনারেল o সংসদ সচিবালয় কমিশন কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য, সাংবিধানিক ও অন্যান্য আইন এবং সংসদীয় বিষয়ে অভিজ্ঞ দুইজন অধ্যাপক, গবেষক কিংবা বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে একজন মহিলা হইবেন; এবং চারজন প্রখ্যাত ব্যক্তি, যাহাদের মধ্যে দুইজন মহিলা হইবেন; সংসদ সচিবালয়ের সচিব; সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব; বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক; Bangladesh Public Administration Training Centre Ordinance, 1984 (XXVI of 1984) ® ® & fèfè & পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের রেক্টর; 。 ফক্টিউট ১ পরিচালনা-O ത്ത পরিচালনা বোর্ড &O স্পীকার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; vs