\ඵ8S. বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্টাডিজ আইন, ২০০১ (দ) ইনস্টিটিউটে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণকে সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদান করা: (ধ) সংসদ কর্তৃক অর্পিত অন্য যে কোন দায়িত্ব পালন করা: (ন) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন কার্য 。 করা | Q, পরিচালনা বোর্ডের ৮। (১) এই ধারার অন্যান্য বিধানবলী সাপেক্ষে, পরিচালনা বাের্ড উহার সভা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে । ം് (২) পরিচালনা বোর্ডের সভা সোমান কর্তৃতি স্ত্ৰ স্থল
- N অনুষ্ঠিত হইবে o
তবে শর্ত থাকে যে, পরিচালনা বোর্ডে একটি সভা সমাপ্তি ও পরবর্তী সভার মধ্যে ৬০ মােট দল তিক্তিরিত বালি । (৩)পরিচালনা বাের্ডের সভায় চেয়ারম্যানসভাপতিত্ব করবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভাপতি নির্বাচন করিবেন। ംര് (৪) পরিচালনা বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে এবং মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না।
- No.
(৫) পরিচালনা বোর্ডের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং প্রদানের ক্ষমতা থাকিবে। o (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা পরিচালনা বাের্ড গঠনে ক্রটি থাকার কারণে পরিচালনা বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং o তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। নির্বাহী শুটিং ৯। (১) ইনস্টিটিউটের একটি নির্বাহী কমিটি থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য Q. সমন্বয়ে গঠিত হইবে, যথা: o § (ক) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; § (খ) সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য, যাহাদের মধ্যে একজন সরকার দলীয় এবং অন্যজন বিরোধী দলীয় হইবেন; (ঘ) সংসদ সচিবালয়ের সচিব;