পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ○8。 ব্যাখ্যা - ধারা ৬ এর দফা (ক) হইতে (চ) তে উল্লিখিত কোন সম্পত্তি (ট) (3) (ড) (ঢ) (c) SS o উক্তরূপ প্রত্যপণযোগ্য সম্পত্তি বা প্রত্যপণযোগ্য জনহিতকর সম্পত্তি হিসাবে গণ্য হইবে না-তবে উক্ত ধারার দফা (চ) এর শর্তাংশে উল্লিখিত ক্ষতিপূরণের অর্থ প্রত্যপণযোগ্য সম্পত্তি বলিয়া গণ্য হইবে; “প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকা” অর্থ ধারা ৯ এর অধীনে প্রকাশিত প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকা: “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি; “মালিক” অর্থ যে ব্যক্তির সম্পত্তি অৰ্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হইয়াছে সেই মূল মালিক বা তাহার উত্তরাধিকারী, বা উক্ত মূল মালিক বা উত্তরাধিকারীর স্বার্থাধিকারী (successor-ininterest), যদি উক্ত মূল মালিক, উত্তরাধিকারী বা স্বার্থধিকারী স্থায়ী বাসিন্দা হন; & অপিত সম্পত্তি বা প্রত্যপণযোগ্য সম্পত্তি বা প্রত্যপণযোগ্য জনহিতকর সম্পত্তির ক্ষেত্রে, “সরকারের দখলে বা নিয়ন্ত্রণে” অর্থ সরকারের সরাসরি দখলে বা সরকার প্রদত্ত অস্থায়ী ইজার বা ভাড়া বা অনুমতিসূত্রে সরকারের পরোক্ষ দখলে বা নিয়ন্ত্রণে, বা এই আইন প্রবর্তনের তারিখে বা তৎপূর্বে উক্তরূপ অস্থায়ী ইজারা, ভাড়া বা অনুমতির মেয়াদ শেষ হইয়া থাকিলে, উহার নবায়ন হইয়া থাকুক বা না থাকুক উক্ত সম্পত্তি; o

  • N (రె) ఫెన్స్ (নিরানব্বই) বৎসর মেয়াদী ইজারা;

(আ) অকৃষি জমির ক্ষেত্রে, ১২ (বার) বৎসর মেয়াদী বা তদূৰ্ব্ব মেয়াদী ŘSIHI NIEJ Non-Agricultural Tenancy Act, 1949 (E. B. Act XXIII of 1949) fi section 8 ist অধীনে উক্ত মেয়াদের পর স্থায়ী ইজারায় রূপান্তরিত হয়; এবং * ് (ই) কৃষি জমির ক্ষেত্রে, ১৫ (পনের) বৎসর বা তদূধর্ব মেয়াদী - এমন ইজারা যাহা সংশ্লিষ্ট ইজারা দলিলবলে উক্ত মেয়াদ শেষে স্থায়ী ইজারায় রূপান্তরিত হয়। ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী কার্যকর থাকিবে। So ৪ । এই আইনের অধীন কোন কার্যধারায় দেওয়ানী কার্যবিধির নিম্নবর্ণিত e$ বিধানাবলী ব্যতীত অন্য কোন বিধান প্রযোজ্য হইবে না, যথা: (ক) (*) এই আইনে বা বিধিতে কোন বিষয়ে দেওয়ানী কার্যবিধির কোন বিধান যতটুকু প্রযোজ্য মর্মে বিধান করা হয় ততটুকু এবং উক্ত কার্যবিধির ১১ ধারা। & (successor-in-interest) অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক ༦ > o so আইনের প্রাধান্য দেওয়ানী কার্যবিধির সীমিত প্রয়োগ