বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, こののふ ○br○ ২০। (১) কোন কমিশনার সরকারের লিখিত অনুমতি ব্যতীত বা কোন কমিশন বহির্ভূত চাকুরী পূর্ণকালীন কর্মকর্তা বা কর্মচারী, কমিশনের লিখিত অনুমতি ব্যতীত, কোন ধরনের পারিশ্রমিকবিশিষ্ট অথবা কমিশন বহির্ভূত কাজে নিয়োজিত হইতে বা থাকিতে পারিবেন না। (২) কোন কমিশনার বা কমিশনের কর্মকর্তা বা কর্মচারী এমন কোন Q কাজে নিয়োজিত হইবেন না বা থাকিবেন না যাহা, যথাক্রমে সরকার বা aš রাখে বা রাখিতে পারে। ് তৃতীয় অধ্যায় <o" റ്റ് ২১। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্ৰণ কমিশন তহবিল নামে কমিশনের বাংলাদেশ একটি তহবিল থাকিবে এবং এই তহবিলে সরকারের অনুদান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কোন দেশী বা বিদেশী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান, কমিশন তরল কর্তৃক গৃহীত ঋণ, এই আইনের অধীন জমাকৃত ফিস, চার্জ এবং অন্য কোন উৎস হইতে প্রাপ্ত যে কোন অর্থ জমা হইবে। ര് ^ (২) তহবিলের অর্থ কমিশনের নামে কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উহুবাক হইতে অর্থ উত্তোলনের পদ্ধতি কমিশন নির্ধারণ করিবে । oS o <TTt- *& Efif <T€” <fTe Bangladesh Bank Order, 1972 (P. O. 127 of 1972) (TT Article 2(J) of To Scheduled bank কে বুঝাইবে। o ്. സ് (৩) তহবিল হইতে কমিশনারগণ ও কর্মচারীগণের বেতন-ভাতাদি প্রদান এবং কমিশনের প্রয়ােজনীয় অনান্য বায় নির্বাহকরা হইবে। -ു (৪) কমিশনের সকল ব্যয় নির্বাহের পর উদৃত্ত অর্থ থাকিলে উহা প্রজাতন্তে সংযুক্ত তহবিল জনা করতে পারবে। ২২। কমিশন প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বার্ষিক বাজেট বিবরণী অর্থ-বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং @ উহাতে উক্ত অর্থ-বৎসরের সরকারের নিকট হইতে কি পরিমাণ অর্থের প্রয়োজন G’ হইবে উহার উল্লেখ থাকিবে, এবং উক্ত অর্থ-বৎসর শুরু হওয়ার পূর্বেই সরকার উক্ত বাজেট বিবরণীর ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকে কমিশনের বাজেট অনুমোদন করিবে।