পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○br বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (খ) উক্ত সেবা বাবদ পরিচালনাকারী কর্তৃক ধার্যকৃত চার্জের হারকে ন্যায্য এবং যুক্তিসংগত করার জন্য এই আইন বা প্রবিধানে পর্যাপ্ত বিধান নাই; তাহা হইলে কমিশন উক্ত সহযোগীর সংশ্লিষ্ট কাজকর্ম হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা অংশবিশেষকে পরিচালনাকারীর আয় বলিয়া গণ্য করিতে পারিবে। 。 Q སྨྱོན་གྱུ་ལཱ་ཝ་ཨ་ཙ ○の I (১) কেন পরিচালনাকী তাহার প্রদত্ত সেবা অথবা উহার জন্য ১ প্রদেয় চার্জের ব্যাপারে, অন্যায় বা অযৌক্তিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী বা শ্রেণীর ক্ষেত্রে বৈষম্য করিবেন না অথবা অন্যায় বা অযৌক্তিক-বা অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করবেন না, অথবা তিনি নিজের ক্ষেত্রে বা অন্য কাহারও ক্ষেত্রে কোন অনায় বা অযৌক্তিক আনুকূল প্রদর্শন করবেন না। o (২) কোন পরিচালনকারীর বিরুদ্ধে উক্তরূপ কোন বৈষম্য প্রদর্শন, জটিল বা আল্লাল জিয়া পলক্ষেত্র (ক) উক্ত অভিযোগের প্রাথমিক যৌক্তিকতা আছে বলিয়া কমিশন বিবেচনা করিলে অভিযোগ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে, অভিযোগ সম্পর্কে তাহার-লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য পরিচালনাকরকে ১৫ (পনের) দিনের একটি নোটিশ দিবে; (খ) এতদবিষয়ে পরিচালনাকারীর আচরণ যে বৈষম্যমূলক, অসুবিধা সৃষ্টিকারী বা আনুকূল্যমূলক নহে তাহা কমিশনের নিকট প্রমাণ করার দায়িত্ব বর্তাইবে পরিচালনাকারীর উপর; -സപ്പ്) (গ) - উক্ত অভিযোগ ও পরিচালনকারীর বক্তব্য বিবেচনান্তে কমিশন উপধারা (৩) অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে। (৩) উপ-ধারা (১) এর বিধান ভঙ্গ করিলে কমিশন পরিচালনাকারীর উপর অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করিতে বা ক্ষেত্রবিশেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ক্ষতিপূরণ ১ প্রদানের জন্য পরিচালনাকারীকে নির্দেশ দিতে বা সংশ্লিষ্ট বৈষম্যমূলক SS কার্যকলাপ হইতে বিরত থাকার জন্য উক্ত পরিচালনাকারীকে নির্দেশ দিতে বা ২. এইরূপ একাধিক বা সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। Q § সপ্তম অধ্যায় o টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও সেবার মান ইত্যাদি -് টেলিযোগাযোগ ৫১। (১) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, কমিশন টেলিযোগাযোগ যন্ত্রপাতির মান ব্যবস্থা এবং টেলিযোগাযোগ সেবা প্রদানে ব্যবহার্য যন্ত্রপাতির কারিগরী দিক সম্পর্কে জাতীয় মান (Standards) ও মানদণ্ড (Criteria) নির্ধারণ করিয়া দিতে পারে।